মাথাভাঙ্গায় জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপূজা: খুঁটি পূজার মাধ্যমে সূচনা
রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা দক্ষিণপাড়া ক্লাবের ৪৫তম দুর্গাপূজার শুভ সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে। এ বছর তাদের থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলসজ্জা, যা ইতিমধ্যেই এলাকার মানুষের মনে উৎসাহ জাগিয়েছে।
ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, এবার পূজার বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। তারা শুধু জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলই নয়, এর সঙ্গে চন্দননগরের মতো মনোমুগ্ধকর আলোকসজ্জারও ব্যবস্থা করছেন, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
এদিনের খুঁটি পূজা কর্মসূচিতে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। পূজা উদ্যোক্তারা জানান, প্রতি বছরই তারা পূজায় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
এলাকার কয়েকজন বাসিন্দা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যারা দীঘা গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে পারেননি, তাদের আর চিন্তা নেই। এবার মাথাভাঙ্গা দক্ষিণপাড়াতেই সেই মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দেখার সুযোগ মিলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊