বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিত্রনায়িকা পরীমনি
ঢাকা, ২২শে জুলাই, ২০২৫: আলোচিত চিত্রনায়িকা পরীমনি বুকে ব্যথা নিয়ে গতকাল সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবার প্রয়োজনে আজ মঙ্গলবারও তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন পরীমনির এক ঘনিষ্ঠজন। এদিকে, হাসপাতালে ভর্তির খবরটি পরীমনি নিজেই তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন।
পরীমনির ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকেই এই নায়িকা বুকে ব্যথা অনুভব করছিলেন। সন্ধ্যার পর ব্যথা বাড়তে থাকলে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক তাঁকে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা শেষে চিকিৎসক তাঁকে ভর্তির পরামর্শ দিলে রাতেই তিনি ভর্তি হন। আজ মঙ্গলবার দুপুরে পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হিসেবে পরীমনি তাঁর ফেসবুক পোস্টে মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনার বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, "আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!"
দীর্ঘদিন ধরে পরীমনির নতুন কোনো ছবির শুটিংয়ের খবর নেই। তবে এ মাসের শেষ দিকে চুক্তি হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন পরীমনি। এদিকে, ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, কারিগরি ইস্যুতে এ মাসে ছবিটির শুটিং করা সম্ভব নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊