নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :- টোটো থেকে পড়ে চলে যায় বাসের চাকার নীচে। আর সেই চাকাতেই চাপা পড়ে প্রাণ গেল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা বাজারে। মৃতের নাম সন্দীপ সরেন (৩১)। বাড়ি সারেঙ্গাতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যে ছয় টা নাগাদ সারেঙ্গে মেদিনীপুর ভায়া পিড়াকাটা - লালগড় রুটের অতিথি নামের একটি বাস সারেঙ্গার চৌরাস্তা মোড় থেকে গোয়ালতোড় গামী রাস্তার দিক দিয়ে যাচ্ছিল। সেই সময় টোটোতে করে যাচ্ছিল ওই মৃত যুবক। হঠাৎ করেই তিনি টোটো থেকে ওই পড়ে গেলে বাসের চাকার নীচে চলে যায়। এবং চাকায় পৃষ্ঠ হয়ে যায় ওই যুবকের। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে সারেঙ্গা গোয়ালতোড় রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সারেঙ্গা থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।