অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

একবার নয় দুইবার কোয়ারেন্টিন! দিল্লীতে কর্মসূত্রে থাকা মানিক বর্মণ বাড়ি ফিরে এলে প্রথমে ১৪ দিনের জন্য গোসানিমারিতে ইন্সটিটিউশনাল কোয়ারেন্টাইনে ছিলেন। ১৪ দিন পর বাড়ি ফিরে এলে প্রতিবেশিদের অনুরোধে আর ১৪ দিন নিজেকে গৃহবন্দী করে রাখেন মানিক বাবু। 

তবে এই ১৪ দিন সারদাপল্লীর মানিকবাবুর প্রতিবেশীরা বাড়িতে যাবতীয় খাদ্যসামগ্রী থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতেন। 

'চলো কিছু লিখি' পত্রিকার সম্পাদক অমিত রায় জানান- "আজ ১৪ দিন সমাপ্ত হলে প্রতিবেশীরা তাঁকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি আগামী বেশ কয়েকদিনের জন্য খাদ্যসামগ্রীও তুলে দেন। এবং  যতদিন না তিনি স্বাভাবিক কর্মজীবনে ফিরে না যাচ্ছেন, ততদিন তার দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছি।"  

বিস্তারিত ভিডিওতে -