সংবাদদাতা , দিনহাটা : অসীম সেন কে হয়তো এই প্রজন্মের অনেকেই চিনবে না । অবশ্য তিনি দিনহাটার ভুমিপুত্রও নন । তিনি উল্কার মত এসেছিলেন এবং সবাই কে কাঁদিয়ে আবার চলেও গেছেন না ফেরার দেশে কিন্তু যে কটি বছর দিনহাটায় ছিলেন তাঁর শিল্পকর্ম এবং সংগীত দিনহাটার সংস্কৃতিকে অন্য মাত্রা দিয়ে গেছে । যাঁরা তাঁর সংস্পর্শে ছিলাম তাঁরাই জানতেন তাঁর কত গুণ ছিল । 

বাম আদর্শের এক নিষ্ঠাবান শিল্পী এই পশ্চাদপদে এসেছিলেন এখানকার পিছিয়ে পড়া শিল্পীদের জন্য কিছু করতে । কিন্তু তাঁর সে সুযোগ হয় নি । এক আকস্মিক দুর্ঘটনায় তিনি চলে গেছেন । 

মার্কসবাদী কম্যুনিষ্ট পার্টির দিনহাটা পার্টী অফিসের পাশে তাঁর শহীদ বেদী প্রাঙ্গণে এক ছোট্ট অনুষ্ঠানে তাঁর জন্মদিন পালন করা হলো । 

তাঁর জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি শুভাশিস দাশ , তাপস চৌধুরী এবং শুভ্রালোক দাস । চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা , অপু রায়গুপ্ত , অভিনব রায় সহ অনেকেই তাঁর প্রতিকৃতি তে ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করেন ।