Latest News

6/recent/ticker-posts

Ad Code

সপ্তমীর দিন পুজোর আনন্দের উদ্যোগে মাংস-ভাত বন্টন ও সহায়তা প্রদান

সপ্তমীর দিন পুজোর আনন্দের উদ্যোগে মাংস-ভাত বন্টন ও সহায়তা প্রদান

Coochbehar news


'পুজোর আনন্দ' সকলের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে কোচবিহারের সাত বন্ধু ঝিলিক আচার্যি, প্রসেনজিৎ কুন্ডু, দেবতোষ সরকার, সৌরভ বণিক,সাগ্নিক চক্রবর্ত্তী, দেবজ্যোতি চক্রবর্ত্তী। গত ছয় বছর ধরে আয়োজন করছে 'পুজোর আনন্দ উদ্যোগ'। বছরের বিভিন্ন সময়ে নিজ নিজ পেশার কাজে যুক্ত থাকলেও, প্রতিবছর পুজোর একমাস আগে থেকে শুরু হয় তাদের প্রস্তুতি। এবছর তাদের উদ্যোগে দলসিংপাড়া (জটু লাইন) অঞ্চলে দুই শতাধিক প্রান্তিক শ্রেণীর মানুষের মধ্যে মাংস,ভাত, ডাল, আলুভাজা, সব্জি ও মিষ্টি বিতরণ করা হল। 


এরই সাথে স্থানীয় ছাত্রছাত্রীর জন্য খাতা-পেন-পেনসিল সহ পঠনপাঠন সামগ্রী, উৎসবের একমাসের খাওয়ার জন্য ৫০টি পরিবারকে দৈনন্দিন রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতড়ন করা হয়। স্থানীয় স্তরে অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেন ''By beside You, পাশে আছি' সংস্থা।




আয়োজকদের তরফ থেকে প্রসেনজিৎ কুন্ডু জানান, পুজোয় আমরা মাংস-ভাত খেয়ে থাকি কিন্তু আর্থিকভাবে সামর্থ্যহীন অনেক পরিবারই সেটা খেতে পারেনা, সেই ভাবনা থেকেই আমরা বছর ছয়েক আগে এই উদ্যোগ শুরু করি, এবছর আমাদের এই উদ্যোগে পাশে এসে দাড়িয়েছে প্রায় ১৭০জন মানুষ, তাদের সহায়তাতেই সপ্তমীর সকালে এই উদ্যোগ গ্রহণ সম্ভবপর হল, আমাদের ইচ্ছে আছে প্রতিবছর এই অনুষ্ঠান একইভাবে চালিয়ে যাওয়ার। অনুষ্ঠানের উদ্বৃত্ত সহায়তা দিয়ে তারা পরবর্তীতে বছরব্যাপী দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকবে বলে জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code