Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবিলম্বে WBHS-এ অন্তর্ভুক্তির দাবিতে কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত শিক্ষক সমাজের ঐতিহাসিক পদযাত্রা

অবিলম্বে WBHS-এ অন্তর্ভুক্তির দাবিতে কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত শিক্ষক সমাজের ঐতিহাসিক পদযাত্রা

Historic march of teachers' society from Cooch Behar to Nabanna demanding immediate inclusion in WBHS


কোচবিহার/কলকাতা: অক্টোবর ৫, ২০২৫

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Scheme - WBHS)-এ রাজ্যের সকল কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে অন্তর্ভুক্তির দাবিতে এক ঐতিহাসিক পদযাত্রা শুরু হতে যাচ্ছে। শিক্ষক সমাজ তাদের স্বাস্থ্য সুরক্ষার অধিকার আদায়ে রাজ্য সরকারের দীর্ঘদিনের নীরবতার প্রতিবাদে আগামীকাল, ৫ই অক্টোবর, রবিবার কোচবিহারের সাগরদিঘি সংলগ্ন জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে থেকে এই পদযাত্রার শুভ সূচনা করবে।

পদযাত্রার আয়োজকদের দাবি, অসংখ্য আবেদন-নিবেদন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় শিক্ষক পরিবারগুলি চরম স্বাস্থ্য সুরক্ষার অনিশ্চয়তায় ভুগছে। এই পদযাত্রাকে কেবল শিক্ষকদের দাবি নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন হিসেবে দেখছেন আয়োজকরা।

আন্দোলনকারীদের একমাত্র দাবি হলো— "শিক্ষক সমাজকে WBHS প্রকল্পে অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার।"

পদযাত্রার সূচনা এক মহাসভার মধ্য দিয়ে করা হবে বলে জানাগেছে। এই পদযাত্রা আগামী ২৪শে অক্টোবর পর্যন্ত চলবে। সুদীর্ঘ এই যাত্রাপথে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পথসভা ও জনসংযোগ কর্মসূচি রাখা হয়েছে। এর মূল লক্ষ্য, শিক্ষক সমাজের ন্যায়সঙ্গত দাবিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সমর্থন আদায় করা।

পদযাত্রাটি দীর্ঘ পথ অতিক্রম করে আগামী ২৩শে অক্টোবর এসে পৌঁছাবে হাওড়া ময়দানে, সেখানে রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে।

পরের দিন, ২৪শে অক্টোবর দুপুর ১২টায়, হাওড়া ময়দান থেকে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের উদ্দেশ্যে এক মহামিছিল রওনা হবে। এই মহামিছিল নবান্ন বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর শিক্ষক সমাজের ৪-৫ জনের একটি প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অথবা মাননীয় মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক পরিবারগুলির স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ দাবিটি জানাবেন।

আয়োজকরা দৃঢ় বার্তা দিয়েছেন যে, সরকারের ক্রমাগত নীরবতা এবং অবহেলার ফলেই তাঁরা শেষ পর্যন্ত পথে নামতে বাধ্য হয়েছেন। তাঁরা মনে করেন, রাজ্যের সরকারি কর্মচারীরা যে স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পান, শিক্ষক সমাজও সেই WBHS প্রকল্পের সুবিধা পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখে। শিক্ষক সমাজের এই ঐক্যের শক্তিই প্রমাণ করবে— শিক্ষক সমাজ আর অবহেলিত থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code