Latest News

6/recent/ticker-posts

Ad Code

সপ্তমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটায়, আহত ১ শিশু সহ ৫

সপ্তমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটায়, আহত ১ শিশু সহ ৫

Breaking

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: 

সপ্তমীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটায়। দিনহাটার বড় ফকিরতকা এলাকায় দুটি বাইকের সংঘর্ষে ১ শিশু সহ আহত ৫ জন। জানা যায়, একটি বাইক যখন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য বাক নিচ্ছিল সেই সময় পিছন থেকে অপর বেপরোয়া বাইকটি এসে ধাক্কা মারে। 



ঘটনার সাথে সাথে দমকল বিভাগে খবর দেয় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে, বাইক দুটির সংঘর্ষে আহতদের বাড়ি কুর্শাহাট ও ওকড়াবাড়ীর বড় ফলিমারি এলাকায়‌। ঘটনায় এক মহিলা ও এক শিশু হালকা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বাকি তিনজনকে ভর্তি করা হয় হাসপাতালে। 


জানা গেছে, এই ঘটনায় আহত বাকি তিনজন গুরুতর আহত হয়েছে। হালকা আহতরা মনে করছে অপর বাইকের আরোহীরা মদ্যপ অবস্থায় ছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তমীর রাতে দিনহাটায় মণ্ডপ পরিদর্শন করে ফেরার পথে এই দুর্ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code