Latest News

6/recent/ticker-posts

Ad Code

AI Teacher Iris: এবার রোবট ক্লাস করাবে স্কুলের পড়ুয়াদের

AI Teacher Iris: এবার রোবট ক্লাস করাবে স্কুলের পড়ুয়াদের

AI Teacher Iris



বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ফলে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আর এই উদ্ভাবনের তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) । এই কৃত্তিম বুদ্ধিমত্তা একদিকে যেমন তাক লাগিয়ে দিয়েছে সমগ্র বিশ্বে তেমনি অনেক প্রশ্ন চিহ্নও তৈরি করে দিয়েছে।


তবে প্রশ্ন যাই থাক, এবার আসামে দেখা মিলল AI শিক্ষকের । গুয়াহাটির একটি বেসরকারি স্কুলে আনা হয়েছে কৃত্রিম মেধাসম্পন্ন শিক্ষক 'আইরিশ'কে। পরনে অসমের ঐতিহ্যবাহী মেখলা চাদর, গয়না, চুলে গোঁজা রয়েছে ফুল। উত্তর-পূর্ব ভারতের প্রথম এআই শিক্ষক 'আইরিশ' চর্চার এখন অন্যতম বিষয় হয়ে উঠেছে।


এই শিক্ষিকা (AI Teacher Iris) স্কুলের পড়ুয়াদের যেকোন প্রশ্নের উত্তর দিয়ে চলেছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। গুয়াহাটির ওই স্কুলের এক মুখপাত্র জানাচ্ছেন, পড়ুয়াদের প্রশ্নগুলি তাদের সিলেবাস থেকে হোক বা যে কোনও বিষয়েই হোক না কেন আইরিশ কিছুক্ষণের মধ্যেই উদাহরণ সহ উত্তর দিতে পারে। এআই শিক্ষকের বুদ্ধিমত্তার পাশাপাশি রোবটের 'হ্যান্ডশেক' করার প্রক্রিয়া দেখেও অভিভূত পড়ুয়ারা।



আইরিশ (AI Teacher Iris) রোবটটি কৃত্রিম ভয়েস দ্বারা নিয়ন্ত্রিত। যার ফলে পড়ুয়াদের সব প্রশ্নের উত্তর সে অনায়াসে বিস্তারিত দিতে সক্ষম। কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের (NITI Aayog) উদ্যোগে এই কৃত্রিম মেধাসম্পন্ন শিক্ষক তৈরি হয়েছে। অটল টিঙ্কারিং ল্যাব (ATL) প্রকল্পের অধীনে মেকারল্যাবস এডু-টেক-এর সহযোগিতায় 'আইরিশ'কে প্রস্তুত করা হয়েছে।


বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ছাত্রছাত্রীদের নিত্য স্কুলে আসার প্রতি ঝোঁক এবং পড়াশুনার প্রতি আগ্রহ- এই দুই বজায় থাকছে রোবট শিক্ষকের জেরে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code