Latest News

6/recent/ticker-posts

Ad Code

কয়লা খনি বিস্ফোরণ কান্ডে নিহতদের পরিবারকে চাকরিরসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় লোকপুর থানায় স্মারকলিপি প্রদান

কয়লা খনি বিস্ফোরণ কান্ডে নিহতদের পরিবারকে চাকরিরসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় লোকপুর থানায় স্মারকলিপি প্রদান

Lokpur ps


কয়লা খনি বিস্ফোরণ কান্ডে নিহতদের পরিবারকে চাকরিরসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় লোকপুর থানায় স্মারকলিপি প্রদান। গত অক্টোবর মাসে খয়রাশোল ব্লকের গঙ্গারামচক কোল মাইনসের মধ্যে খনি বিস্ফোরণে আটজন প্রাণ হারিয়েছিল । সরকারি নির্দেশ অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হলেও চাকরিতে নিয়োগ হয়নি । এছাড়া দুজনের ডিএনএ টেস্ট মিলিত না হওয়ায় তাদের পরিবার ও চাকরি থেকে বঞ্চিতের মুখে । তাছাড়াও খনি সম্প্রসারণের জন্য আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর গ্রামটি উচ্ছেদ করা হবে বলে সম্প্রতি জেলাতে জন শুনানি হয়েছে । এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খনি সংলগ্ন স্থানীয় আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর গ্রামের মানুষ তাদের আদিবাসী প্রথা অনুযায়ী কোল মাইনসের মধ্যে চরকা পুঁতে দেওয়া হয় । যার প্রেক্ষিতে গত কয়েক দিন যাবত খনি থেকে কয়লা উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায় । এমতাবস্থায় আদিবাসীদের হুঁশিয়ারি স্বরূপ চরকা কে বা কারা তুলে ফেলে দেয় । সে নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় । সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ জুন মঙ্গলবার দিসম আদিবাসী গাওতা পক্ষ থেকে কয়লাখনি এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ।




পরবর্তীতে কয়লা উত্তোলনকারী সংস্থার প্রতিনিধি থেকে শুরু করে খয়রাসোল ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি,চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ,লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি,দিসম আদিবাসী গাওতার রাজ্য সভাপতি রবীন সরেন সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে লোকপুর থানার মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয় । আলোচনা শেষে দিসম আদিবাসী গাওতার রাজ্য সভাপতি রবীন সরেন উপরি উক্ত দাবিসমূহের কথাগুলো তুলে ধরে । সেই যে বা যারা চড়কা তুলে ফেলে দেয় তাদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা এবং চড়কা পুনরায় গেঁথে দেওয়ার ব্যাপারে দাবি জানানো হয় ।পরে আলোচনা কমিটি গঠন করে কাজ পরিচালনা করার কথা হয়েছে বলে জানায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code