কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ, জানুন বিস্তারিত 


Job alert

ন্যাশনাল কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর তরফে বিভিন্ন প্রকল্পে কাজের জন্য সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র প্রজেক্ট ফেলো হিসেবে মোট ১৩টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট, ইসিসিই, হিন্দি, ইংরেজি, উর্দু, সোশ্যাল সায়েন্স, সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ৪০ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে প্রার্থীদের জন্য এই শূন্যপদ গুলি রয়েছে।

জানা যাচ্ছে ৬ থেকে ১২ মাসের চুক্তিতে হবে এই নিয়োগ। প্রতি মাসে পারিশ্রমিক ২৯ থেকে ৩৫ হাজার টাকা। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

জানা গেছে, আগামী ১৮ই জুন সরাসরি নথিপত্র নিয়ে অফিসে পৌঁছাতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে পৌঁছাতে হবে অফিসে। ইন্টারভিউয়ের মাধ্যমে সেদিনেই প্রার্থীদের বেছে নেওয়া হবে।