Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে চালু হচ্ছে জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন

জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন অবশেষে চালু হচ্ছে ১৪ জুন

Jalpaiguri-Sealdah direct train finally starts on June 14


জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন অবশেষে চালু হচ্ছে ১৪ জুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৪ জুন, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি হবে বিকেল ৫টায়, এবং সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি।

রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে। এরপর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।

এই ট্রেনে মোট ১৯টি কোচ থাকবে, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার কোচ অন্তর্ভুক্ত। তবে জেনারেল এবং স্লিপার কোচ থাকবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রেলবোর্ড উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এই রুটে একটি নতুন ট্রেন চালুর নির্দেশ দেয়। সেই অনুযায়ী হামসফর এক্সপ্রেস (২২৩১৭/২২৩১৮) -এর রেক ব্যবহার করার কথা জানানো হয়।

জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়ের সক্রিয় উদ্যোগেই রেলবোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। সোমবার বিকেলে বিজেপি সাংসদ জয়ন্ত রায় জানান, “জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। ফলে কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল।” তাঁর মতে, নতুন এই ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং পরিকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code