WB Librarian Recruitment : রাজ্যের লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে বড় আপডেট 

WB Librarian Recruitment



WBSSC: বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। লাইব্রেরিয়ানের (WB Librarian Recruitment) 737 টি শূন্যপদ, রাজ্য পরীক্ষা 27শে আগস্ট অনুষ্ঠিত হবে। গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।




বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি গ্রন্থাগার কর্মী (WB Librarian Recruitment) সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ করা হয়নি। ফলে অনেক গ্রামীণ গ্রন্থাগার বন্ধের মুখে পড়েছে। তবে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। পরীক্ষা শেষে নিয়োগ (WB Librarian Recruitment) প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে মন্ত্রী জানিয়েছেন।




গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, রাজ্যে গ্রন্থাগারের সংখ্যা ২,৪৪০। এর মধ্যে ১৩টি সরাসরি সরকারি গ্রন্থাগার, ১৯টি শহুরে গ্রন্থাগার। এছাড়া 2,209টি গ্রামীণ গ্রন্থাগার (WB Librarian Recruitment) রয়েছে। সব মিলিয়ে মোট কর্মচারীর সংখ্যা ৫৬০০ জন। বর্তমানে শূন্যপদের সংখ্যা ১৪০০ টি।




এর পরিপ্রেক্ষিতে চলতি মাসেই গ্রন্থাগারিক পদে (WB Librarian Recruitment) পরীক্ষা আয়োজনের ঘোষণা দেন বিভাগীয় মন্ত্রী। দ্রুত সব প্রক্রিয়া শেষ হবে বলে দাবি করেন মন্ত্রী। সব ঠিক থাকলে পুজোর পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।