JOB UPDATE: খুব শীঘ্রই রাজ্যে নিয়োগ হতে চলেছে লাইব্রেরিয়ান (Librarian) 

Job
=

পশ্চিমবঙ্গ সরকারের মাস এডুকেশন এক্সটেনশন এন্ড লাইব্রেরী সার্ভিস (Mass Education and Library Services) এর অধীনে লাইব্রেরিয়ান (Librarian) পদে নিয়োগের গাইডলাইন জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অর্থ দপ্তরের নির্দেশ অনুসারে গোটা পশ্চিমবঙ্গের পাবলিক লাইব্রেরীর অধীনে লাইব্রেরিয়ান (Librarian) পদে ৭৩৮ টি শুন্য পদে নিয়োগ হবে। ১৭ মে ২০২২ তারিখে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানানো হয়েছে যার অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ই জুন ২০২২।



সম্ভাব্য সূচি-

সিলেকশন কমিটি গঠন (যদি না থাকে)- ১০ই মে ২০২২

বিজ্ঞপ্তি জারির তারিখ- ১৭ই মে ২০২২

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লেটারের তারিখ- ১৭ই মে ২০২২

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের লিস্ট জমা নেওয়ার শেষ তারিখ- ১০ই জুন ২০২২

অনলাইল আবেদনের শেষ তারিখ- ১০ই জুন ২০২২

আবেদন পত্র স্ক্রুটিনি ও তালিকা তৈরি- ২৪ই জুন ২০২২

ইন্টারভিউ লেটার পাঠানোর শেষ তারিখ- ১লা জুলাই ২০২২

ইন্টারভিউ- ১৪ই জুলাই ২০২২ থেকে ১৮ই জুলাই ২০২২

ফাইনাল লিস্ট- ২৫ই জুলাই ২০২২




বিজ্ঞপ্তি অনুসারে ০১/০১/২০২২ অনুসারে প্রার্থীদের (Librarian) বয়স হিসাব হবে। ইন্টারভিয়ের সময় কম্পিউটার ও বাংলার জ্ঞান যাচাই করা হবে। আরও জানানো হয়েছে, বিজ্ঞপ্তি খবরের কাগজ ও ওয়েবসাইটে দেওয়া হবে।  আরও পড়ুনঃ WBSSC 2nd SLST Syllabus: শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিশেষ তথ্য, দেখে নিন এখনি 

ইন্টারভিউয়ের সময় অরিজিনাল কাগজ পত্র সিলেকশন কমিটির বিশেষজ্ঞ টিম দ্বারা যাচাই করা হবে। 

ইতিমধ্যে মাস এডুকেশন এক্সটেনশন এন্ড লাইব্রেরী সার্ভিস (Mass Education and Library Services) এর তরফে সব জেলার জেলা শাসক ও এলএলএ চেয়ারম্যানদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।