WB School: ১৪ই আগস্টের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ স্কুল গুলোকে 


WB School News


মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী ১লা আগস্ট থেকে ৭ই আগস্টের মধ্যে দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন শেষ করতে হবে‌। কিন্তু এবছর অতিরিক্ত গরমের ছুটি, আদালতের নির্দেশে ভোট পর্ব মেটার পরেও একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় সিলেবাস শেষ হয়নি। এর ফলে বাধ্য হয়ে পরীক্ষা পিছিয়ে দিয়েছে একাধিক স্কুল। এর মাঝেই ১৪ই আগস্ট কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে এলো নতুন নির্দেশ। এর ফলে প্রবল সংশয়ে স্কুল গুলি।



১৪ই আগস্ট পরীক্ষা থাকলে তা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিআই ও এডিআই। ডিআই ও এডিআই-য়ের এই নির্দেশের পরেই সংশয়ে স্কুলিগুলি। চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক বিদ্যালয় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের রুটিন দিয়ে দিয়েছে। কিছু কিছু স্কুলে পরীক্ষা শুরু হবে ৭/৮ ই আগস্ট। ১৪ই আগস্টেও রয়েছে পরীক্ষা। এখন ডিআই -এডিআই এর এই নির্দেশের ফলে বিভ্রান্তিতে স্কুলগুলি।




১৪ আগস্টের পরীক্ষা কেন পিছিয়ে দিতে হবে? আসলে ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস। বিদ্যালয় গুলিতে কন্যাশ্রী দিবস পালন করা হবে। আর তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই সূত্রের খবর। প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রের কথায় কন্যাশ্রী দিবস রয়েছে বলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।