primary teacher recruitment scam: প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের তদন্ত!

primary teacher recruitment scam




প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (primary teacher recruitment scam)  ফের স্থগিতাদেশ সুপ্রীম কোর্টের। 16500 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় CBI কে FIR করে তদন্তের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট । এবার সেই আদেশে (primary teacher recruitment scam) অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।


সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার এই মামলা (primary teacher recruitment scam) শুনবে কলকাতা হাইকোর্টের অন্য কোনও বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15ই সেপ্টেম্বর। আর সেই দিনই জানা যাবে এই মামলাটি আগামীতে কোন বিচারপতি শুনবেন।


এদিকে আদালতের নির্দেশক্রমে প্রাথমিক শিক্ষকদের হলফনামা জমা দেওয়ার পর নিয়োগ-তদন্ত রাজ্যজুড়ে। খবর, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির (primary teacher recruitment scam) অভিযোগের মধ্যেই প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের থেকেই হলফনামা চেয়েছিল স্কুলশিক্ষা দফতর। এবার আরও একধাপ এগিয়ে এই নিয়োগ দুর্নীতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।


জানা গেছে, ভবানীপুর থানার পুলিশের তরফ থেকে ফোন করে ডাকা হয় শিক্ষকদের। শিক্ষক-শিক্ষিকাদের (wb primary teachers) জানানো হয় এসআই অফিসের যে হলফনামা জমা দেওয়া হচ্ছে, তারই একটি জেরক্স কপি থানাতে জমা দিতে হবে। আর এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষকদের মধ্যে।


প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ৩,৯২৪ জন শিক্ষক-শিক্ষিকাকে (wb primary teachers) হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৯ সালে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তার ভিত্তিতে ২০১২ সালে তাদের নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগ মামলা এখন হাইকোর্টে বিচারাধীন।