BJP নয় TMC-তেই আছেন, জানালেন ওকড়াবাড়ী অঞ্চলের সদ্য প্রাক্তন প্রধানের অভিভাবকের ভাই মিজানুর রহমান

Okrabari


গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন প্রায় ৩০০ সংখ্যালঘু পরিবার। আর সেই যোগদান অনুষ্ঠানে দেখা গিয়েছিল ওকড়াবাড়ী অঞ্চল প্রধানের অভিভাবকের ভাই মিজানুর রহমানকে। আর তারপরেই ওঠে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই খবর। এরপর আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলেই আছেন বলে জানালেন তিনি। 



তার কথায় ব্যক্তিগত কাজেই কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে গেছেন তিনি। কিন্তু সেখানে তখন দলবদল কর্মসূচি চলছিল। তবে তিনি দল বদল করেননি। তিনি তৃণমূলেই আছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল করেন আর তৃণমূলেই আছেন। সাথে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুজাহান আলী।