Latest News

6/recent/ticker-posts

Ad Code

সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই বড়সড়ো ভাঙ্গন শাসকদলের

সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই বড়সড়ো ভাঙ্গন শাসকদলের

Tmc to bjp



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

সোমবার সন্ধ্যায় ধুপগুড়ির ঝাল আলতা ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৫টি পরিবার শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করল। এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন, ধূপগুড়ি পশ্চিম মন্ডল বিজেপির সভাপতি কমলেশ সিংহ রায়, পশ্চিম মন্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত সরকার সহ বিজেপি নেতারা। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এদিন বিজেপিতে যোগদান করেন। 



বিজেপি নেতা কমলেশ সিংহ রায়ের দাবি এদিন যোগদান কর্মসূচিতে ঝাড় আলতা ১নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মমতা রায়ের বিজেপিতে যোগদান করার কথা ছিল। কিন্তু তাকে তৃণমূলের তরফে চাপ সৃষ্টি করে আটকে রাখা হয়েছে বলে বিজেপির অভিযোগ। আগামী দিনে তিনিও বিজেপিতে যোগদান করবেন বলে বিজেপি নেতৃত্ব জানান। 


এই প্রসঙ্গে প্রধানের ছেলে সুমন রায় জানিয়েছে, মা কোথায় আছে জানিনা মায়ের সঙ্গে কথা হয়নি এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না।

তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একটি বড় অংশ ক্ষমতায় আসবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code