Latest News

6/recent/ticker-posts

Ad Code

Monsoon Update in West Bengal: অপেক্ষার অবসান, বর্ষা এল বাংলায়

Monsoon Update in West Bengal: অপেক্ষার অবসান, বর্ষা এল বাংলায়

Monsoon


অবশেষে অপেক্ষার অবসান বর্ষা এল বাংলায়। সাধারনত ৮ই জুন বর্ষা ঢোকে বাংলায় জলপাইগুড়িতে স্বাভাবিক নিয়মে কিন্তু এবছর বাংলায় বর্ষা ঢুকতে একটু বেশি সময় নিল। নির্ধারিত সময়ের ৫ দিন পরে বর্ষা এলো উত্তরবঙ্গে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে ঢুকে পড়েছে।



একইসঙ্গে উত্তরবঙ্গ সিকিম এবং বিহারে প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষা বৃষ্টি। যদিও ঠিক কবে বর্ষার বৃষ্টি শুরু হবে ও তাপের দহন থেকে দক্ষিণবঙ্গবাসী বাঁচবেন, সেটা এখনও নিশ্চিত করেনি আবহাওয়া অফিস।



উত্তরবঙ্গের জেলায় আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং -এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।



এদিকে দক্ষিনবঙ্গে এখনো তাপপ্রবাহ অব্যাহত। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রাবহ চলবে। বাকি জেলা গুলোতে অস্বস্তিকার আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এখানে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ই জুন পার হয়ে গেছে। কবে বর্ষা দক্ষিণবঙ্গে পৌঁছবে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর।



কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code