Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের তারিখে রদবদলের প্রস্তাব ! জানুন বিস্তারিত
এক দফায় ৮ জুলাই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) হবে রাজ্যে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করেছেন (Panchayat Election 2023) ইতিমধ্যে। রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ ৮ জুলাই, শনিবার।’’
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের সময় কম এবং ভোট করাতে হবে কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতে- এই দুই দাবিতেই আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্য়ের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
সকাল ১১টা থেকে শুরু হয় পঞ্চায়েত সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি। প্রায় আড়াই ঘণ্টার শুনানি শেষে আদালত সাময়িক বিরতিতে যায়। দুপুর আড়াইটে থেকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলার দ্বিতীয় দফার শুনানি শুরু হয়।
কলকাতা উচ্চ আদালত পঞ্চায়েত নির্বাচনের দিন বদলের প্রস্তাব দিয়েছে । আদালতের প্রস্তাব- ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন স্ক্রুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন।
তবে আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আদলতের প্রাথমিক প্রস্তাব '১৪ জুলাই নির্বাচন করা হোক'।'
এদিন প্রধান বিচারপতি বলেন-"প্রার্থীদের সম্পত্তির খতিয়ান, কোনও ফৌজদারি মামলা আছে কিনা সেটা জানাতেও তো প্রার্থীদের সময় লাগবে'।
প্রধান বিচারপতি আর বলেন- "বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে যে মনোনয়ন পত্র পাওয়া যায়নি, গন্ডগোল হয়েছে। যদি ওয়েবসাইটে মনোনয়ন থাকত তাহলে সেখান থেকেই প্রার্থীরা ডাউনলোড করে নিতে পারতেন'।
তবে আজ দীর্ঘক্ষণ শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊