Karam Puja,WBBSE, school holiday, sectional holiday  

Karam Puja,WBBSE, school holiday, sectional holiday



৬ সেপ্টেম্বর সেকশনাল হলিডে (sectional holiday) উপলক্ষ্যে কোন বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা যাবে না,বিজ্ঞপ্তি জারি করলো WBBSE।ইতিমধ্যে নবান্নের তরফে করম পুজোর ছুটির কথা ঘোষনা করা হয়েছে। আর সেই মতো আগামী ৬ই সেপ্টেম্বর ছুটি থাকছে রাজ‍্যে।


নবান্ন সূত্রের খবর, আগামী ৬ সেপ্টেম্বর রাজ্যের আদিবাসী সরকারি কর্মীদের জন্য করম পুজো উপলক্ষে ছুটি দিয়েছে সরকার। অর্থ দফতরের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশেকা অনুযায়ী, নবান্ন, মহাকরণের পাশাপাশি স্থানীয় রাজ্য প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, স্কুল, অধীনস্থ সংস্থায় আদিবাসী কর্মীরা এই ছুটি নিতে পারবেন। এই ছুটি সেকশোনাল ছুটি হিসাবে গণ্য হবে।


আর এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো ৬ সেপ্টেম্বর সেকশনাল হলিডে উপলক্ষ্যে কোন বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা যাবে না। অর্থাৎ ঐদিন করম পূজা উপলক্ষে পরীক্ষা নেওয়া যাবে না। বলা হয়েছে ওইদিন পরীক্ষা রাখা হলে সেটা পরিবর্তন করে অন্য কোনও ওয়ার্কিং ডে-তে পরীক্ষা নিতে হবে।