৬ই সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষনা রাজ‍্যের 



nabanna
নবান্ন, কলকাতা




রাজ‍্যের ছুটির তালিকায় যুক্ত হল আরও একদিন। রাজ‍্যে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার আসার পর থেকেই বেড়েছে ছুটির সংখ‍্যা। এবার সেই তালিকায় যুক্ত হল করম পুজোর ছুটি। নবান্নের তরফে করম পুজোর ছুটির কথা ঘোষনা করা হয়েছে। আর সেই মতো আগামী ৬ই সেপ্টেম্বর ছুটি থাকছে রাজ‍্যে।




নবান্ন সূত্রের খবর, আগামী ৬ সেপ্টেম্বর রাজ্যের আদিবাসী সরকারি কর্মীদের জন্য করম পুজো উপলক্ষে ছুটি দিয়েছে সরকার। অর্থ দফতরের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশেকা অনুযায়ী, নবান্ন, মহাকরণের পাশাপাশি স্থানীয় রাজ্য প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, স্কুল, অধীনস্থ সংস্থায় আদিবাসী কর্মীরা এই ছুটি নিতে পারবেন। এই ছুটি সেকশোনাল ছুটি হিসাবে গণ্য হবে। আরও পড়ুনঃ  xerox: মূল্যবৃদ্ধির আঁচ এবার ফটোকপির ব্যবসাতেও, একলাফে দাম বৃদ্ধি

রাজ‍্যের ছুটির তালিকায় করম পুজোর ছুটি যুক্ত হওয়ায় খুশি আদিবাসী মহল। এই সেকশনাল ছুটির আওতায় যারা করম পুজোর সাথে যুক্ত তাঁরা ছুটি নিতে পারবেন। রাজ‍্যের আদিবাসী কর্মীদের কথা মাথায় রেখেই নবান্নের এই ছুটি ঘোষনা।