Latest News

6/recent/ticker-posts

Ad Code

Union Budget 2026 : আজ রাষ্ট্রপতির ভাষণে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, রবিবার পেশ হবে ঐতিহাসিক বাজেট

Union Budget 2026 : আজ রাষ্ট্রপতির ভাষণে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, রবিবার পেশ হবে ঐতিহাসিক বাজেট

বাজেট অধিবেশন ২০২৬, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অর্থনৈতিক সমীক্ষা ২০২৬, নির্মলা সীতারমন, রবিবার বাজেট পেশ, কেন্দ্রীয় বাজেট ২০২৬, সংসদ অধিবেশন সময়সূচি, Budget Session 2026, Union Budget Sunday, Economic Survey India, Parliament Budget Session Schedule.


নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সূচনা হবে। তবে এবারের বাজেট অধিবেশনে একাধিক নতুনত্ব এবং ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো—রবিবার সাধারণ বাজেট পেশ।

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথমবার সাধারণ বাজেট রবিবার পেশ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। এটি হবে তাঁর টানা নবম বাজেট পেশ, যা এক অনন্য রেকর্ড। ছুটির দিনে বাজেট পেশের এই ঘটনা ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে।

সাধারণত বাজেট পেশের ঠিক আগের দিন অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey) পেশ করা হয়। কিন্তু এবার সেই প্রথায় বদল আনা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের পর, আজ বৃহস্পতিবারই সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। অর্থাৎ, মূল বাজেটের তিন দিন আগেই দেশের অর্থনৈতিক অবস্থার খতিয়ান সামনে আসবে। এই সময়কালটিকে সরকারের একটি 'নতুন পরীক্ষা' বা কৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

আজ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে মোদী সরকারের বিগত দিনের সাফল্য এবং আগামী দিনের নীতি ও অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরবেন। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে সরকারের রোডম্যাপ কী হবে, তার ইঙ্গিতও রাষ্ট্রপতির ভাষণে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারের বাজেট অধিবেশন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে:

  • প্রথম পর্ব: আজ (২৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্বেই বাজেট পেশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক বিতর্ক অনুষ্ঠিত হবে।
  • বিরতি: ১৩ ফেব্রুয়ারির পর অধিবেশন মুলতবি থাকবে। এই সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলি বিভিন্ন মন্ত্রকের বাজেট প্রস্তাব এবং অনুদানের দাবিগুলি খুঁটিয়ে পরীক্ষা (Scrutiny) করবে।
  • দ্বিতীয় পর্ব: বিরতির পর আগামী ৯ মার্চ থেকে অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে এবং তা চলবে ২ এপ্রিল পর্যন্ত।

ইতিমধ্যেই বাজেটের গোপনীয়তা রক্ষার জন্য নর্থ ব্লকে প্রথাগত 'হালুয়া অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে এবং বাজেট তৈরির সঙ্গে যুক্ত আধিকারিকরা 'লক-ইন' প্রক্রিয়ায় চলে গিয়েছেন। এখন সকলের নজর ১ ফেব্রুয়ারি রবিবারের দিকে, যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের ভবিষৎ অর্থনীতির দলিল পেশ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code