Dearness Allowance  : রাজ্যের কর্মচারীদের ডিএ নিয়ে কি বললেন অর্থমন্ত্রী ! 

da news update



দীর্ঘদিনের ডিএ (dearness allowance) বঞ্চনার শিকার রাজ্যের সরকারী কর্মচারীরা। কিন্তু রাজ্যসরকার মুখ ফিরে তাকায়নি সরকারী কর্মচারীদের দিকে। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছে কর্মচারীদের। সম্প্রতী ৩ মাসের আদালতের দেওয়া সময়সীমা অতিক্রম করার কয়েকদিন আগেই রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। সেই আবেদন গ্রহণও করেছে আদালত। 


আগামি ২৯ আগস্ট বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশনের শুনানি হবে। এদিকে তার দুই দিন আগেই আবারও রাজপথে দাবী আদায়ের লক্ষ্যে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

এদিকে গতকাল DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে তার মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর থেকে খুশির খবর শোনানো হল, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হল কর্মচারী দের 3% মহার্ঘ্য ভাতা দিতে চলেছে রাজ্য সরকার l তবে সেই ডিএ শুধুমাত্র উচ্চশিক্ষা দপ্তর তার কর্মচারীদের জন্যই জারি করেছে। অর্থাৎ উচ্চ শিক্ষা দফতর থেকে তাদের কর্মীদের জন্য ৩% ডিএ-র ম্যাচিং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গতকাল। ০১/০১/২০২১ তারিখ থেকে এর এফেক্ট হবে। Order Copy Download 



এই বর্ধিত মহার্ঘ্য ভাতা বেসিক পে এর 3% হারে গত ২০২১ এর জানুয়ারি থেকে চালু হবে যার ফলে এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে অনেকটাই l এই বিজ্ঞপ্তি অনুসারে বেতন বাড়তে চলেছে সরকার পোষিত ও সরকার অনুমোদিত শিক্ষক, শিক্ষা কর্মীদের যারা কলেজ ও উচ্চ শিক্ষা দপ্তরে কর্মরত (Non-Govt. Educational Institutions এবং অন্যান্য Govt. Aided/ Sponsored Organizations)l আরও পড়ুনঃKaushiki Amavasya  2022-Date-Time কৌশিকি অমাবস্যা- তারিখ-সময়-তিথি 



অপরদিকে সংবাদ মাধ্যম সূত্রে জানাযাচ্ছে, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী (Finance Minister) চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattacharya) প্রশ্ন করা হয়, রাজ্য সরকারের কি ডিএ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি আছে? জবাবে মন্ত্রী বলেন, যা হবে, পরবর্তীকালে দেখতে পারবেন। এরপর তিনি আর এই বিষয়ে কথা বাড়াননি। Class XI এবং Class XII ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে Swami Vivekananda Scholarship