Grant of Dearness Allowance to the employees of Non-Govt. Educational Institutions and other Govt. Aided/ Sponsored Organizations
DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে তার মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর থেকে খুশির খবর শোনানো হল, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হল কর্মচারীদের 3% মহার্ঘ্য ভাতা দিতে চলেছে রাজ্য সরকার l
এই বর্ধিত মহার্ঘ্য ভাতা বেসিক পে এর 3% হারে গত ২০২১ এর জানুয়ারি থেকে চালু হচ্ছে যার ফলে এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে অনেকটাই l
এই বিজ্ঞপ্তি অনুসারে বেতন বাড়তে চলেছে সরকার পোষিত ও সরকার অনুমোদিত শিক্ষক, শিক্ষা কর্মীদের যারা কলেজ ও উচ্চ শিক্ষা দপ্তরে কর্মরত (Non-Govt. Educational Institutions এবং অন্যান্য Govt. Aided/ Sponsored Organizations)l
উচ্চ শিক্ষা দফতর থেকে তাদের কর্মীদের জন্য ৩% ডিএ-র ম্যাচিং বিজ্ঞপ্তি প্রকাশ হল। ০১/০১/২০২১ তারিখ থেকে এর এফেক্ট হবে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএয়ের যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছিল, তা এবার উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হল।
যাঁরা সরাসরি অর্থ দফতরের বিজ্ঞপ্তির ভিত্তিতে ডিএ পান, তাঁরা ইতিমধ্যে সেই তিন শতাংশ ডিএ পাচ্ছেন। কিন্তু উচ্চশিক্ষা দফতরের কলেজ স্পনসরড শাখা থেকে এতদিনে সেই বর্ধিত ডিএয়ের ‘কোট’ প্রকাশ করা হল। যে কাজটা সাধারণত তিন-চার মাসের মধ্যে করা হয়, সেটার জন্য ২০ মাস লাগল। তবে ওই কর্মচারীরা ২০ মাসের এরিয়ার পাবেন।
এছাড়াও উচ্চশিক্ষা দপ্তরের যেসমস্ত কর্মীরা দৈনিক মজুরী বা ভাতার ভিত্তিতে কাজ করেন, তাদেরও দৈনিক ভাতা ১৭ টাকা করে বৃদ্ধির অনুমোদন (DA Announcement) দেওয়া হয়েছে। এক্ষেত্রেও ১ জানুয়ারী ২০২১ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পরে কর্মচারী মহলে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রশ্ন তবে কী অতি শীঘ্রই সব কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার নাকি শুধু মাত্র নির্দিষ্ট কিছু দপ্তরের জন্যই? আরও পড়ুনঃKaushiki Amavasya 2022-Date-Time কৌশিকি অমাবস্যা- তারিখ-সময়-তিথি
অর্ডার কপি দেখে কেউ বলছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার সাথে তুলনা করলে 3% অতি নগন্য এতে কর্মচারীদের বেতনের তেমন কোনো পরিবর্তন হবে না, অন্য মহলে প্রশ্ন শুধু কেন কলেজ ও উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ কর্মচারীরা এই সুযোগ পাবেন তা নিয়েও ক্ষোভের সৃষ্টি হচ্ছেl
প্রসঙ্গত উল্লেখ্য যে হাই কোর্টের দেওয়া তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবার শেষ দিন ১৯ আগস্ট । যদিও রাজ্য ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করেছে , যার শুনানি ২৯ আগস্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊