PM Shadi Shagun Yojana: মেয়ের বিয়ের সময় একান্ন হাজার টাকা প্রধানমন্ত্রী শাদি শগুন যোজনায়

PM Shadi Shagun Yojana



কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য একাধিক প্রকল্প এনেছে। কন্যাসন্তানের জন্ম থেকে শুরু করে তার শিক্ষা ও বিবাহের খরচেও সহায়তার লক্ষ্যে একাধিক প্রকল্প রয়েছে। কেন্দ্র এবার মেয়েদের বিয়ের জন্য একটি প্রকল্প এনেছে। যে প্রকল্পের অধীনে মেয়ের বিয়ের সময় সরকার 51,000 টাকা আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার।



কারা পাবেন PM Shadi Shagun Yojana স্কিমের সুবিধা ?

এই স্কিমের সুবিধা নিতে কন্যাকে কমপক্ষে স্নাতক হতে হবে।

সংখ্যালঘু সমাজের সাথে যুক্ত হতে হবে।

মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পারসি সমাজের মেয়েরা এই স্কিমের সুবিধা পাবেন।

যারা বেগম হযরত মহল জাতীয় বৃত্তি (Begum Hazrat Mahal National Scholarship) পাচ্ছেন তারা এই স্কিমের সুবিধা নিতে পারেন।




PM Shadi Shagun Yojana প্রয়োজনীয় নথি

মেয়ের জন্মের শংসাপত্র,

স্কুলের মার্কশিট,

পারিবারিক রেশন কার্ড,

বাবা-মায়ের ব্যাঙ্কের পাসবুক,

আধার কার্ড,

আবাসনের সার্টিফিকেট



PM Shadi Shagun Yojana আবেদনের পদ্ধতি-

মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

https://www.india.gov.in/ এ ক্লিক করুন।

স্কলারশিপ অপশন নির্বাচন করতে হবে।

'শাদি শগুন যোজনা ফর্ম' নির্বাচন করুন।

ফর্মে তথ্য পূরণ করুন।

জমা দিন।

রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে রেখে দিন।



আবেদন সম্পন্ন হওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।