Earthquake : মাঝরাতে কেঁপে উঠলো উত্তরবঙ্গ, আতঙ্কে কাটলো রাত


Earthquake today northbengal



অনেকদিন পর ফের একবার কেঁপে (Earthquake Today) উঠলো উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ঠিক রাত ১২ টা নাগাদ পরপর দুবার ভূমিকম্প (Earthquake Today) অনুভূত হয়। যদিও কম্পনের তীব্রতা অনেকটাই কম ছিলো, তবু বর্তমানে ব্যাপক বৃষ্টিতে নরম মাটিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে। যার ফলে মাঝরাতে হওয়া এই ভূকম্পে (Earthquake Today) আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন ।




ভূমিকম্পের (Earthquake Today) উৎসস্থল ছিল ভুটানের জোংখাগ এলাকা। রাজধানী থিম্পু থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এদিনের ভূকম্পের (Earthquake Today) রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৭।



এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর সামনে আসেনি। তবে একে টানা বৃষ্টিতে নরম মাটি, তার উপর মাঝরাতে পরপর দুবার কম্পনে (Earthquake Today) ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্যোসাল মিডিয়াতে এ নিয়ে অনেককেই পোস্ট করতে দেখা গেছে।