রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ,পঞ্চম কোচবিহারের কৌস্তভ চৌধুরী
কোচবিহার: পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result 2022) ফল প্রকাশিত হল শুক্রবার। এ বছর প্রথম হয়েছেন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের হিমাংশু শেখর। তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ স্থানে রয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের জাহ্নবী। পঞ্চম হয়েছে কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফলের পর আবার জয়েন্ট এন্ট্রান্সে (WBJEE Result 2022) বড় সাফল্য কোচবিহারে।
আগামীতে ফিজিক্স নিয়ে পড়বার ইচ্ছে কৌস্তভের। অবসর সময়ে গান পছন্দ। কীবোর্ড বাজায় কৌস্তভ।
কৌস্তভের বাবা সেচদপ্তরে কর্মরত।
বিস্তারিত আসছে...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊