WB Primary Scam : বরখাস্তের সংখ্যা আরও বৃদ্ধি ! ১ নাম্বার করে বৃদ্ধি করা হয়েছিলো ২৭৩ জনকে
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক দুর্নীতি মামলায় গত সোমবার ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত (269 primary teachers) করার নির্দেশ দেন। এর মধ্যে বহু তৃণমূল নেতার স্ত্রী - সন্তান ও আত্মীয়রা রয়েছেন। বরখাস্তের তালিকা পৌঁছতেই শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
চাকরি বাতিলের (primary teachers) সঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদকে এব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেন। বুধবার আদালতে সেই রিপোর্ট জমা পড়েছে। আর তাতে দেখা যাচ্ছে, সংসদ জানিয়েছে, ২৬৯ জন নয়, ২৭৩ জনকে (primary teachers) অতিরিক্ত ১ নম্বর করে দিয়েছে তারা।
সংসদের দাবি, বিভিন্ন জায়গা থেকে চিঠি দিয়ে তাদের ভুল প্রশ্নে পুরো নম্বর দেওয়ার অনুরোধ করা হয়েছিল প্রশ্নপত্রে ভুল থাকায়। সেই সব বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।
২০১৪ সালে অফলাইনে হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET 2014)। সেখানে প্রশ্নপত্রে ভুল থাকায় বাড়তি নম্বরের জন্য আবেদন করেন ২৭৮৭ জন। তাঁতেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
ফলে আরও চারজন বরখাস্ত হতে পারেন। তবে কোন যুক্তিতে ২৭৩ জনকেই অতিরিক্ত নম্বর দেওয়া হল তা এখনো স্পষ্ট হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊