WBJEE Result 2022: www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফল
পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২২-র ফল। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। চলতি বছর পাসের হার ৯৮.৫ শতাংশ। এবছর ৩০শে এপ্রিল রাজ্যজুড়ে হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এবছর মোট পরীক্ষার্থী ছিল ৮১,৩৯৩ জন। রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন কৃতকার্য হয়েছেন।
জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ব্যারাকপুরের হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম। শিলিগুড়ির হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয়। মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে চতুর্থ সাউথ পয়েন্ট স্কুলের জাহ্নবী সাউ। মেধাতালিকার প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের, ২ জন আইসিএসই বোর্ডের, ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
কীভাবে ফল চেক করবেন?
wbjeeb.nic.in-এ যান।
WBJEE 2022 ট্যাবে ক্লিক করুন।
WBJEE-2022 ফলাফলের জন্য লিঙ্কটিতে ক্লিক করুন।
আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন।
Submit করতে হবে এবং WBJEE 2022 মার্কশিট দেখা যাবে।
রেজাল্ট প্রিন্টআউট করারও অপশন থাকবে।
www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফল।
সরাসরি ফল জানতে ক্লিক করুন- CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊