Calcutta High Court: হাইকোর্টে SSC মামলা থেকে বদল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মামলার (SSC Recruitment Scam) থেকে বদল হল বিচারপতি। এর আগে এসএসসি মামলার বিচার করতেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রদবদলের পর এসএসসি সংক্রান্ত মামলা দেখবেন বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajshekhar Manthar)। এখন থেকে প্রাথমিক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলিও যদিও তাঁর এজলাসেই রইল।
হাইকোর্টের নিয়ম অনুযায়ী, মাঝেমধ্যেই বিচারপতিদের বিচার্য বিষয়ের হাতবদল হয়। তবে বদল হলেও SSC র আটটি মামলা আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে। এসএসসি সংক্রান্ত আটটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনি পরিষাভায় সেগুলিকে ‘Heard in Part’ বলে উল্লেখ করেছেন তিনি।
এই বদলের জের এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে, তার শুনানি করতে পারবেন না তিনি। সেটি সরাসরি বিচারপতি মান্থারের এজলাসে উঠবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊