Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ration Card: ব্যবহার না করে ফেলে রেখেছেন রেশন কার্ড? কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার

ব্যবহার না করে ফেলে রেখেছেন রেশন কার্ড? কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার

Ration Card




ব্যবহার না করে ফেলে রেখেছেন রেশন কার্ড? কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সূত্রের খবর ভুয়ো রেশন কার্ড (Ration Card) চিহ্নিত করতে নেমে রাজ্যের প্রায় ১০ শতাংশ অব্যবহৃত রেশন কার্ডের হদিশ পেয়েছে রাজ্য সরকার। আর তারপরেই কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে অব্যবহৃত রেশন কার্ড।



জানা যাচ্ছে, ১ কোটি ২৫ লক্ষ মানুষের রেশন কার্ড ৩ থেকে ৪ বছর রেশন তুলছেন না, এর মধ্যে ১৪ লক্ষ ডুপ্লিকেট কার্ড। ৫৪ লক্ষ কার্ডের মালিক মৃত। অনেকে লিঙ্ক করাননি আধার কার্ড। ফলে উঠছে না রেশন। আর তাই সেই সকল আপাতত বন্ধ নয় নিস্ক্রিয় করছে রাজ্য।




১ কোটি ২৫ লক্ষ কার্ড নিষ্ক্রিয় করে দিল রাজ্য।রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী রথীন সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য সরকার কোনও কার্ড বাতিল করছে না। কারন কোনও ভুল হোক, তারা চান না। যদি ভবিষ্যতে আধার কার্ড নিয়ে আসেন কেউ তাহলে কার্ড আবার চালু করে দেবে রাজ্য সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code