বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে কত নম্বর চাই মাধ্যমিকে, বিজ্ঞপ্তি জারি WBCHSE


Student, CBSE




শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২২-র ফল। এবার একাদশে ভর্তির তোড়জোড় শুরু। এখন পড়াশোনা কোন বিভাগে এগবে, চিন্তায় অভিভাবক- অভিভাবিকারা থেকে শিক্ষার্থীরাও। এর মাঝেই নির্দেশিকা জারি করা হল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিলের পক্ষ থেকে। বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে কেমন নম্বর লাগবে সেই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।



কাউন্সিলের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গণিত বা রাশিবিজ্ঞান, জীববিদ্যা, ভূগোল নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশুনা করতে শিক্ষার্থীকে মাধ্যমিকে এই সকল বিষয়ে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উভয় বিষয় পড়তে শিক্ষার্থীকে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। অঙ্কে ৩৫ শতাংশ নম্বর থাকলে নেওয়া যাবে কম্পিউটার সায়েন্স।


প্রসঙ্গত, এবছরের মাধ্যমিকের ফলে যুগ্মভাবে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়েছে অর্ণব গড়াই ও রৌনক মণ্ডল। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।