প্রাথমিক থেকে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে CBI-র SIT

High Court on SSC


SSC-সহ নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে CBI-র SIT। এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নজরদারিতে সিবিআই ইনভেস্টিগেশন টিম তদন্ত করবে বলে আগেই জানিয়েছিল আদালত। এদিকে, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার পাশাপাশি, গ্রুপ সি, গ্রুপ ডি, সহকারী শিক্ষক নিয়োগ, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেও হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট।




হাইকোর্টের নির্দেশে ছয় সদস্যের সিটের তালিকা আদালতে জমা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপালের নেতৃত্বেই তদন্ত করবে এই বিশেষ তদন্তকারী দল। ছয় সদস্যের সিটে রয়েছেন, রাজীব মিশ্র (সিবিআইয়ের শাখা প্রধান), ধরমবীর সিং (এডিশনাল এস পি), সত্যেন্দ্র সিং (ডেপুটি এস পি), এসি সি নিশি নামল, সোমনাথ বিশ্বাস (ইন্সপেক্টর), মলয় দাস (ইন্সপেক্টর), ইমরান আশিক (ইন্সপেক্টর)।




বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানান, হাইকোর্টের নজরদারিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিট। প্রথমে সিটের মাথায় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। এরপর, আইনজীবীকে দশ মিনিট সময় দেন সিবিআইয়ের সাথে কথা বলার জন্য। আর তারপরেই সিটের মাথায় দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এন বেনু গোপালকে।