Higher Secondary Philosophy Suggestion 2022, উচ্চ মাধ্যমিক দর্শন সম্ভাব্য প্রশ্ন ২০২২, দর্শন সাজেশন ২০২২, philosophy suggestion 2022 

Philosophy Suggestion 2022


উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের  দর্শন বিষয়ে এবছরের পরীক্ষার জন্য কোচবিহার জেলার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মজিনুর হক অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। ছাত্রছাত্রীদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।   


Part-A

(A) বচন (Preposition) 1x8=8

নিরপেক্ষ বচন কাকে বলে? গুন ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণি বিভাগ আলোচনা করো। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য, বাক্য ও বচনের পার্থক্য লেখো। বচনে সংযোজকের গুরুত্ব লেখ। 

অথবা

'পদের ব্যাপ্যতা' বলতে কি বোঝ ? নিওরপেক্ষ বচন গুলির (A.E.I.O.) কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা উদাহরণ সহ আলোচনা করো। 

অথবা

LOGIC PART : নিম্নলিখিত বাক্য গুলিকে বচনে রূপান্তরিত করে গুন ও পরিমাণ নির্দেশ করো। / পদের ব্যাপ্যতা নির্দেশ করো। 

আরও পড়ুনঃ দর্শন PART B সংক্ষিপ্ত প্রশ্ন 

(B) অমাধ্যম অনুমান ( Immediate inference) 

বিবর্তন কাকে  বলে? বিবর্তনের নিয়মগুলি লেখো। বস্তুগত বিবর্তন কী ? বস্তুগত বিবর্তনকে কী প্রকৃত বিবর্তন বলা যায় ? নিরপেক্ষ চারটি বচনের বিবর্তন উদাহরন সহকারে ব্যাখ্যা করো। 

অথবা

আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি লেখ। 'O'বচনের আবর্তন সম্ভব নয় কেন? 'A' বচনের সরল আবর্তন কী সম্ভব? নিরপেক্ষ চারটি বচনের আবর্তন উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।   

Logic Part: বাক্য গুলিকে তর্কসম্মত রূপ দিয়ে আবর্তনের বিবর্তন করো । অথবা বিবর্তনের আবর্তন করো। 


(C) বচনের বিরোধিতা ( Opposition of Proposition) 

 বচনের বিরোধীতা বলতে কী বোঝ ? বিরোধীতার শর্তগুলি কি কি ? বিভিন্ন প্রকার বিরোধীতা উদাহরণ সহকারে আলোচনা করো। 

অথবা

সাবেকী বিরোধীতা ও অ্যারিস্টটল প্রদত্ত বিরোধীতার মধ্যে চিত্র সহ পার্থক্য লেখ। অসম বিরোধীতাকে কী প্রকৃত বিরোধীতা বলা যায় ? 

(D)  যুক্তিগুলির বৈধতা  বিচার করো, যে কোন ২ টি । 

অথবা 

টিকা লেখ ( ২ টি) 

১। চারিপদ ঘটিত দোষ  ২। অব্যাপ্য হেতু দোষ  ৩। অবৈধ পক্ষ দোষ ৪। অবৈধ্য সাধ্য দোষ ৫। নঞর্থক যুক্তিবাক্য জনিত দোষ। 


(E) মিলের পরীক্ষামূলক পদ্ধতি ( Mill's Method Of Experiment) 

১। মিলের ব্যতিরেকে পদ্ধতি ব্যাখ্যা করো । (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা- অসুবিধা ২ টা করে। )

২। মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো । ( সংজ্ঞা, সাংকেতিক আকার, দৃষ্টান্ত, সুবিধা-অসুবিধা ২ টি করে) 


Read More: HS Sanskrit Suggestion 2022, উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২২