HS Sanskrit Suggestion 2022, উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২২ , সম্ভাব্য প্রশ্ন, সংস্কৃত ২০২২, sanskrit 2022
উচ্চমাধ্যমিক ২০২২ পরীক্ষার্থীদের জন্য কোচবিহার জেলার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের সংস্কৃত বিষয়ের শিক্ষিকা শ্রীমতি সুবর্ণা দেবনাথ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন। কোন বিষয়ে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।
Part-A
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ
গদ্যাংশ [যে কোন একটি] ৫x৪=২০
১। ‘বনগতা গুহা’- অবলম্বনে অলিপর্বার চরিত্র বর্ণনা করো।
২। কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা কেমন ছিল- তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো।
পদ্যাংশ [যে কোন একটি]
১। “ত্বমসি গতির্মম খলু সংসারে”- ‘ত্ব’- বলতে কার কথা বলা হয়েছে? তার প্রতি কবির এ রূপ অবস্থার কারন কি?
২। ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও।
৩।গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন?
৪। শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার যে মহিমাগুলি তুলে ধরেছেন তা বিবৃত করো।
নাট্যাংশ [যে কোন একটি]
১। ‘বাসন্তিকস্বপ্নম্’- নাট্যাংশ অবলম্বনে কৌমুদীর চরিত্রের পরিচয় দাও।
২। ‘বাসন্তিকস্বপ্নম্’- নাট্যাংশের নামকরনের সার্থকতা বিচার করো।
৩। রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনের একটি বানীচিত্র অঙ্কন করো।
৪। 'বাসন্তিকস্বপ্নম' অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর।
সাহিত্যোতিহাস [যে কোন একটি]
১। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদাচার্য ‘সুশ্রুত’ সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো।
২। ভক্তিমূলক গীতিকাব্যের ইতিহাসে জয়দেবের ‘গীতগোবিন্দ’ এর মূল্যায়ন করো।
৩। আর্যভট্ট সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।
৪। গীতিকাব্য কাকে বলে ? সংস্কৃত গীতিকাব্য সম্বন্ধে একটি প্রবন্ধ
২। ভাবসম্প্রসারন করোঃ [যে কোন একটি]
a. ततीऽयं दततरं क्रामलगरं निदत्तः
b. कुरु कृपया भबसागरपारम्
৩। নিম্নরেখাঙ্কিত পদগুলির কারনসহ বিভক্তি নির্ণয় করোঃ [যে কোন তিনটি] ১x৩=৩
a.कतिपु कालिदासः श्रेष्ठः
b. प्रासादात प्रेक्षते राजा
c. शिक्षुकः पादेन खञ्ज
৪। বিগ্রহসহ সমাসের নাম লেখোঃ [যে কোন দুটি] ২x২=৪
a. यथाशक्तिः b. पीताम्वरः c. पातिपादम्
৫। নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্দেশ করোঃ [যে কোন দুটি] ১x২=২
a. स्थला---स्थली b. निष्पातः---निस्पातः c. सूयेा---सूरी
৬। এককথায় প্রকাশ করোঃ [যে কোন তিনটি] ১x৩=৩
a. शिवस्त उपासकः b. यवनानां लिपि d. थुशं रोदिति
৭। পরিনিষ্ঠিত রূপটি লেখোঃ [যে কোন তিনটি] ১x৩=৩
a. प्रशस्थ+ ईयसुन् b. विनता+ ढक c.गुरु+ इष्ठन्
৮। যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x১=৫
১। ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নিরূপণ কর।
২। ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখ।
৩। ইন্দো- ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কোন তিনটি উপশ্রেনি সম্বন্ধে আলোচনা করো।
৪। ভারতে প্রচলিত চারটি ভাষাবংশের নাম লেখো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫। কেন্তুম ও সতম সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
৯। সংস্কৃতে অনুবাদ করোঃ ৫x১=৫
অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তার ছিল তিন স্ত্রী এবং চার পুত্র। পুত্রদের মধ্যে রামচন্দ্র সব থেকে বড়ো ছিলেন।পিতার প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণসহ বনে গিয়েছিলেন। তারা যখন অযোধ্যা ত্যাগ করেন তখন সমস্ত নগরবাসী দুঃখে অভিভূত হয়ে কেঁদেছিলেন।
অথবা,
একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটি কুমির থাকত। বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হল। তারা প্রতিদিন গল্প করত।
নমুনা প্রশ্ন- PART-B
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x১৫=১৫
গদ্যাংশ
১] বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী ? ক] মধ্যদেশ খ] পারসিক নগর গ] কনৌজ ঘ] বনাঞ্চল
২] অলিপর্বা যে বস্তায় সোনা এনেছিল তা কি দিয়ে তৈরি?-
ক] রূপো খ] পাট গ] চামড়া ঘ] ধানের খোসা
৩] বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কী? ক] চোরচত্বারিংশী কথা খ] হিতোপদেশ গ] পঞ্চতন্ত্র ঘ] বৃহৎকথা
৪] অলিপর্বার গৃহপালিত পশু ছিল- ক] গরু খ] মহিষ গ] গাধা ঘ] অশ্ব
পদ্যাংশ
৫] ‘গঙ্গাস্ত্রোত্তম্’ কোন্ ছন্দে রচিত?-
ক] মন্দাক্রান্তা খ] পজ্ঝটিকা গ] শার্দুলবিক্রীড়িতম্ ঘ] মালিনী
৬] ‘শ্রীমদ্ভগবদ্গীতা’- মহাভারতের কোন্ পর্বে আছে?-
ক] ভীষ্ম খ] দ্রোন গ] কর্ণ ঘ] শল্য
৭] পুনর্জন্ম না হওয়ার কারন-
ক] গঙ্গাতীরে বাস খ] গঙ্গাজল পান গ] গঙ্গাস্নান ঘ] গঙ্গাস্ত্রোত্তপাঠ
৮] গীতা গ্রন্থে ‘যোগ’ শব্দের অর্থ কি?-
ক] কর্মের কৌশল খ] যুক্ত করা গ] ব্যায়াম ঘ] যোগদান
নাট্যাংশ
৯] ‘দর্শনীয়ং তে বপুঃ’- উদ্দিষ্ট ব্যাক্তি কে?-
ক] ইন্দুশর্মা খ] রাজা গ] কৌমুদী ঘ] কনকলেখা
১০] ‘স এব মন্মানসং’- মন্মানসটি কে?-
ক] বসন্ত খ] মকরন্দ গ] রাজা ঘ] প্রমোদ
১১] বাসন্তিকস্বপ্নম নাট্যাংশে রাজার নাম হল- ক] ইন্দুশর্মা খ] ইন্দ্রবর্মা গ] ইন্দ্রশর্মা ঘ] ইন্দ্রনাথ
১২] ‘বাসন্তিকস্বপনম্’- নাটকে উল্লিখিত বৃদ্ধের নাম কি?-
ক] যশোবর্মা খ] ইন্দুবর্মা গ] ইন্দুশর্মা ঘ] বিষ্ণুশর্মা
সাহিত্যোতিহাস
১৩] কালিদাস রচিত একটি গীতিকাব্যের নাম হল-
ক] অভিজ্ঞান-শকুন্তলম্ খ] মেঘদূতম্ গ] রঘুবংশম্ ঘ] কুমারসম্ভবম্
১৪] ‘স্বপ্নবাসবদত্তম্’- কার রচনা-
ক] কালিদাস খ] বিশাখদত্ত গ] শূদ্রক ঘ] ভাস
১৫] ‘গীতগোবিন্দ’ কাব্যের কবি কে?-
ক] কালিদাস খ] জয়দেব গ] শূদ্রক ঘ] বিশাখদত্ত
২। পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১x১১=১১
গদ্যাংশ [যে কোন তিনটি]
১। অলিপর্ব্য সোনারূপো সংগ্রহ করে কীভাবে নগরে ফিরে এসেছিল?
২। কশ্যপ কীভাবে ধনবান হয়েছিল।
৩। দস্যুগুলি সংখ্যায় কত ছিলো।
পদ্যাংশ [যে কোন তিনটি]
১। গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন?
২। মুনিবরকন্যা কে?
৩। নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষলাভ করেছিল?
৪। কর্মেন্দ্রিয় কি কি?
৫। গঙ্গাকে কার জননী বলে অবিহিত করা হয়েছে?
৬। যম কার দেখা পান না?
৭। গঙ্গা কার মস্তকে ভ্রমণ করে?
৮। ত্রিলোক বলতে কি বোঝ?
নাট্যাংশ [যে কোন তিনটি]
১। কোন্ ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে?
২। রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন?
৩। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে?
৪। নাট্যাংশ থেকে বিবাহের দুটি শ্রতিশব্দ উল্লেখ করো।
৫। ইন্দ্রবর্মার প্রিয়তমার নাম কী?
৬। “যাবদিয়ং বরাকী” ‘বরাকী’ কথার অর্থ কী?
সাহিত্যের ইতিহাস [যে কোন দুটি]
১। সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্তক নাটকের নাম লেখ?
২। ভাসের রামায়নমূলক দুটি নাটকের নাম লেখ?
৩। মৃচ্ছকটিকম্- এর রচয়িতা কে?
৪। মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা কে?
৫। অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে নায়কের নাম কী?
৬। শকুন্তলার পুত্রের নাম কী?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊