HS PHILOSOPHY SUGGESTION 2022, উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২২


HS PHILOSOPHY  PART B




HS PHILOSOPHY PART B এর জন্য যে প্রশ্ন গুলি বিশেষ গুরুত্বপূর্ণ , তা দেওয়া হলো। আগামী ২০ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দর্শন বিষয়ের পরীক্ষা। দর্শন বিষয়ে সম্পূর্ণ সাজেশন এর আগে দেওয়া হয়েছে। এবার পার্ট বি এর বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো।

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য

বচন (Preposition)

১। বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি?

২। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য

৩। সামান্য নঞর্থক বচনের কোন পদ ব্যাপ্য

৪। সংযোজকের কাজ কি?

৫। গুন অনুসারে বচনের প্রকারভেদ

৬। সাপেক্ষ বচনের প্রকারভেদ

৭। সাপেক্ষ নিরপেক্ষ বচনের পার্থক্য

৮। একটি বচনের কয়টি অংশ ও কি কি?

৯। A বচনের মানক বা পরিমাপক কি?

১০। প্রতিটি বচনের মানক ও পরিমাপক

১১। প্রাকল্পিক বচনের উদ্দেশ্য ও বিধেয় কি নামে চিহ্নিত করা হয়

১২। অথবা শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি?








যুক্তি (ARGUMENT)

১। যুক্তি কাকে বলে?

২। যুক্তির আকার কি?

৩। আরোহ যুক্তির সিদ্ধান্ত কি রূপ?

৪। আরোহ যুক্তির লক্ষ্য কি?

৫। LOGOS কথাটির অর্থ কি?

৬। আরহ মূলক ঝুঁকি বলতে কী বোঝ? ।

৭। অনুমান ভাষায় প্রকাশিত হলে তখন তাকে কী বলে?

৮। বিসংবাদী এবং অবিসংবাদী অর্থে 'অথবা' কী?

৯। যুক্তির কাঠামো কী ?

১০। যুক্তির অবয়ব বলতে কী বোঝ?

১১। সত্যতা বলতে কী বোঝ?

১২। বৈধতা বলতে কী বোঝ?

১৩। যুক্তি বিজ্ঞানে 'সুতরাং' শব্দটি কিসের নির্দেশ করে?

১৪। অনুমান কী?

১৫। বচন এবং যুক্তির পার্থক্য কী?

১৬। অনুমান এবং যুক্তির পার্থক্য কী?

১৭। যুক্তির উপাদান কী?

১৮। যুক্তির নিজস্ব ধর্ম কী?

১৯। যুক্তির অবয়ব কী?

২০। LOGIC শব্দের অর্থ কী?







অমাধ্যম অনুমান ( Immediate inference)

১। অমাধ্যম অনুমানে কয়টি পথ থাকে ?

২। সরল আবর্তন কী ?

৩। অসরল আবর্তনের বৈশিষ্ট্য কি?

৪। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি?

৫। বিবর্তনের গুন সংক্রান্ত নিয়ম কি?

৬। বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও।

৭। বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন।

৮। পরিপূরক পদ ও বিরুদ্ধ পদ কাকে বলে?

৯। একক পদ কাকে বলে?

১০। বিরুদ্ধ ও বিপরীত পদের পার্থক্য কি?

১১। A বচনের সরল আবর্তন কখন সম্ভব?

১২। বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি কি?

১৩। বস্তুগত বিবর্তনের প্রবর্তক কে?

১৪। মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য কী ?

১৫। O বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন?




বচনের বিরোধিতা ( Opposition of Proposition)

১। বচনের বিরোধীতা বলতে কী বোঝ ?

২। বিরোধীতার শর্ত / বৈশিষ্ট্য কী ?

৩। বিরোধানুমান কাকে বলে?

৪। অ্যারিস্টটল এর মতে বিরোধীতা কয় প্রকার ও কী কী ?

৫। নব্য যুক্তিবিজ্ঞানীরা কত প্রকার বিরোধীতা স্বীকার করেন ?

৬। বিরোধানুমানের মূল ভিত্তি কি?

৭। যৌক্তিক সম্মন্ধ কাকে বলে?

৮। অতিবর্তি বচন বলতে কী বোঝ ?

৯। অনুবর্তি বচন বলতে কী বোঝ ?

১০। বিরোধানুমান কি ধরনের অনুমান?

১১। বিরুদ্ধ বিরোধিতার একটি উদাহরণ দাও।

১২। দুটি বিরুদ্ধ বচনের মধ্যে একটি সত্য হলে অপরটি কি হবে?




নিরপেক্ষ ন্যায় (CATAGORICAL SYLLOLISL)

১। একটি ন্যায়ে কয়টি পদ থাকে?

২। ন্যায়ে হেতু পদের অবস্থান কোথায়?

৩। ন্যায়ে সংস্থান কয়টি?

৪। নিরপেক্ষ ন্যায়ে পক্ষ ও সাধ্য পদের অবস্থান কি?

৫। সংক্ষিপ্ত ন্যায় বা অসম্পূর্ন ন্যায় কাকে বলে?

৬। নিরপেক্ষ ন্যায়ে শুদ্ধ মূর্তির সংখ্যা কয়টি?

৭। ন্যায়ের মূর্তি কাকে বলে?

৮। নিরপেক্ষ ন্যায়ের উদ্দেশ্য কি?

৯। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য লিখো ।

১০। মিশ্র ও অমিশ্র ন্যায়ের পার্থক্য কি?

১১। ন্যায়ের সম্পাদ্য কাকে বলে?

১২। ন্যায়ের উপপাদ্য কাকে বলে?




মিলের পরীক্ষামূলক পদ্ধতি ( Mill's Method Of Experiment)

১। অপসারনের সূত্র কী?

২। অপসারনের সূত্রের দ্বারা কী অপসারন করা হয়?

৩। অপসারনের সূত্রের ভিত্তি কি?

৪। কার্যকারন সম্পর্ক নির্নয়ের জন্য মিল কয়টি পদ্ধতির কথা বলেছেন?

৫। মিলের কোন পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয়?

৬। মিলের কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালিয় দোষ দেখা দেয়?

৭। মিলের কোন পদ্ধতি কারনকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না?

৮। মিলের কোন পদ্ধতিতে 'স্বভাবসুলভ ত্রুটি বর্তমান?

৯। মিলের কোন পদ্ধতিকে দ্বৈত পদ্ধতি বলা হয় ?

১০। মিলের কোন পদ্ধতি অনুকারনের সম্ভাবনা থেকে মুক্ত নয় ?