Calcutta High Court on SSC Case: SSC নিয়োগ বেনিয়ম মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বেনিয়ম মামলায় আরো এক কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার রাত বারোটার মধ্যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হল সিবিআইকে। তবে গ্রেফতার করা যাবে না তাঁকে এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ বন্দোপাধ্যায়ের।
স্কুলে বেনিয়ম নিয়োগের একাধিক মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে বলে জানায় হাইকোর্ট। আর তার ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ফের এই মামলার শুনানি।
২০১৬ সালে গ্রুপ ডি নিয়োগে ২০১৯-র ৪ঠা মে প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ প্যানেলে নাম না থাকা সত্বেও আরো ৯০ জনকে নিয়োগ করা হয়েছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। এই মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এদিকে বুধবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বেনিয়ম মামলা নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেন বিচারপতি অভিজিৎ বন্দোপাধ্যায়।
বার বার তাঁর দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ কেন স্থগিত করে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই সংক্রান্ত যাবতীয় নথি দেশের প্রধান বিচারপতি এবং হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊