Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS EXAM: উচ্চ মাধ‍্যমিক নিয়ে কড়া সংসদ, এই কাজ করলে বাতিল হবে উত্তরপত্র, জারি গাইডলাইন

HS EXAM: উচ্চ মাধ‍্যমিক নিয়ে কড়া সংসদ, এই কাজ করলে বাতিল হবে উত্তরপত্র, জারি গাইডলাইন



WBBSE CLASS VI TO X EXAM



উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান এড়াতে এবার কড়া পদক্ষেপ নিল উচ্চ মাধ‍্যমিক সংসদ। মাধ‍্যমিকের খাতায় এবছর 'খেলা হবে' স্লোগান বহুল ব‍্যবহৃত হওয়ায় উচ্চ মাধ‍্যমিকের আগে কড়া পদক্ষেপ। এই রুপ কোনো স্লোগান পরীক্ষার খাতায় থাকলে সেই পরীক্ষার খাতা বাতিল করা হবে বলে জানানো হয়েছে সংসদের তরফে।




পরীক্ষার গাইডলাইনে বলা হয়েছে, উত্তরপত্রে কোনও অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটায়। একঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া হল থেকে বেরিয়ে গেলেও নির্দিষ্ট দিনের ওই উত্তরপত্র বাতিল করবে সংসদ। অভিভাবকরা স্কুলের প্রবেশপথ পর্যন্ত যেতে পারবেন।




২০২০-এ করোনার জের সব পরীক্ষা নিতে পারেনি সংসদ। এরপর ২০২১-এ পরীক্ষা আয়োজন করা হয়নি। এবার ২০২২। একে একে দুবার বদলেছে সূচি। এবারের উচ্চমাধ্যমিক সম্পূর্ণ ‘দাগমুক্ত’ রাখতে চায় সংসদ। পরীক্ষা চলাকালীন কোনও ছাত্র বা ছাত্রী অসাধু উপায় অবলম্বন করলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ গিয়েছে। পরীক্ষার জন‍্য নিয়ন্ত্রিত থাকবে ইন্টারনেট। প্রতিটি স্কুলেই থাকবে অতিরিক্ত পরীক্ষাগ্রহণ কেন্দ্র। মাধ‍্যমিকের মতো উচ্চ মাধ‍্যমিকেও শিক্ষকদের মোবাইল ব‍্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code