Latest News

6/recent/ticker-posts

Ad Code

'লড়াই হবে রাজপথে, কোচবিহারে ৯-এ ৯ পাবে বিজেপি', উত্তরবঙ্গ সফরে এসে হুঙ্কার দিলীপ ঘোষের

'লড়াই হবে রাজপথে, কোচবিহারে ৯-এ ৯ পাবে বিজেপি', উত্তরবঙ্গ সফরে এসে হুঙ্কার দিলীপ ঘোষের

Keywords: দিলীপ ঘোষ, কোচবিহার সংবাদ, ২০২৬ বিধানসভা নির্বাচন, বিজেপি উত্তরবঙ্গ সফর, দিনহাটা রাজনীতি, Dilip Ghosh Cooch Behar, BJP West Bengal, Cooch Behar News, Dilip Ghosh Speech, উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার কোচবিহারে পৌঁছেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি সাফ জানান, লড়াই রাজপথেই হবে এবং আগামী নির্বাচনে কোচবিহারের সবকটি আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি।

বিগত নির্বাচনে কোচবিহারে বিজেপির অভাবনীয় সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, কোচবিহারের মানুষ আগে আমাদের সমর্থন দিয়েছেন, বিধায়ক ও সাংসদ উপহার দিয়েছেন । তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনে জেলার ৯টি বিধানসভা আসনেই বিজেপি জয়ী হবে। শাসকদলের 'নয়ে নয়' করার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, বিজেপি এরকম অনেক বড় বড় কেল্লা গুঁড়িয়ে দিয়েছে ।

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনকে একযোগে আক্রমণ করেন তিনি। বিশেষ করে সম্প্রতি ইডি (ED) তল্লাশি ও আদালতে আইনজীবীদের বিক্ষোভের ঘটনা টেনে তিনি বলেন:

  • পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো 'সিস্টেম' নেই এবং কেউ সুরক্ষিত নয়।
  • প্রশাসনের শীর্ষ কর্তারা যেভাবে মুখ্যমন্ত্রীর অনুগামী হিসেবে কাজ করছেন, তা সংবিধানের পরিপন্থী।
  • আদালত চত্বরে বিচারককে ঘেরাও বা শুনানিতে বাধা দেওয়ার ঘটনাকে তিনি "চোরেদের সরকার" ও "ডাকাতদের রাজত্ব" বলে অভিহিত করেছেন।

দিনহাটা ও সংলগ্ন এলাকায় বিজেপির কর্মসূচি পালনে বাধার প্রসঙ্গে তিনি বলেন, উদয়ন গুহদের গড়ে কর্মীরা প্রাণ হাতে নিয়ে ঝান্ডা ধরে রেখেছেন। অত্যাচার যত বাড়ছে, পরিবর্তন তত কাছে আসছে বলে তিনি কর্মীদের আশ্বস্ত করেন। তাঁর কথায়, "আমি পথেই আছি, পথেই থাকব। লড়াইটা রাজপথেই হবে"।

রাজ্যের তুলনা প্রতিবেশী দেশের পরিস্থিতির সাথে টেনে তিনি বলেন, বাংলার মানুষ সিপিএম-এর মতো শক্তিশালী দলকে বিদায় করেছে, তাই তৃণমূলকেও বিদায় করা সময়ের অপেক্ষা । পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপিই একমাত্র বিকল্প বলে তিনি দাবি করেন।

ভিডিও সূত্র: এখানে দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code