রাজ্য সরকারী কর্মচারীদের ডি এ বঞ্চনা নিয়ে এবার সরব শুভেন্দু
গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ৩% হারে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ (Dearness Allowance) বাড়িয়ে ৩৪% করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে উপকৃত হতে চলেছেন কেন্দ্রীয় সরকারের ৪৭.৬৮ লাখ কর্মচারী ও ৬৮.৬২ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক।
এই ঘোষণার পরেই রাজ্য জুড়ে কর্মচারী মহলে ক্ষোভের আগুন জ্বলছে। কারন এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (৩৪% - ৩%) = ৩১% কম ডিএ পাবেন।
আজ এই ডিএ নিয়ে শুভেন্দু অধিকারী একটি স্যোসাল মিডিয়া পোস্টে জানিয়েছে- "মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ পালনেও ব্যর্থ রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ দিতে হবে এবং ডিএ দেওয়ার ভিত্তি হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স, এই মর্মে বার বার রায় দেওয়ার পরেও যখন তা পালন হয় না তখন রাজ্য সরকারের অনীহা এক্ষেত্রে স্পষ্ট।
অবশ্য দেউলিয়া সরকারের করারই বা কি আছে, ভাঁড়ে মা ভবানী। সারা রাজ্যে বোমা বাঁধার যে কুটির শিল্প স্থাপন হয়েছে, তার থেকে তোলা নিয়ে তোলামূলের ছোট, মেজো ও বড় নেতাদের পকেটে গোঁজা যায়, সরকারি কোষাগারের রাজস্ব আদায় তো আর বাড়ানো যায় না।খেলা, মেলা ও পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গেলে কাউকে তো বঞ্চনার স্বীকার হতেই হবে। এই জন্য দিকে দিকে সিভিক নিয়োগ হচ্ছে, ডিএ পেনশনের বালাই নেই।
রাজ্য সরকার কর্মচারীদের ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের দুর্দশা নিরসনে ব্যর্থ বলা ভুল, সদিচ্ছার অভাব অথবা আদৌ ভাবিত নয় এমনটাই বরং মানানসই।"
তিনি একটি হিসাবে দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীদের বেতন বৈষম্য কতটা। তিনি জানিয়েছেন-
"রাজ্যের সর্বনিম্ন বেতনভুক গ্রুপ-ডি কর্মীর সর্বনিম্ন মূল বেতন হলো প্রায় ১৭,০০০/- টাকা। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক সম পদমর্যাদার কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন ও একই (যদিও এই বিষয়ে সংশয় রয়েছে, বেশি বেতন হওয়া স্বাভাবিক)।
ডিএ-র তফাৎ টা কত হলো?
রাজ্য সরকারি কর্মচারী:
১৭,০০০ × ৩% = ৫১০/- টাকা প্রতি মাস।
১ বছরের মোট প্রাপ্য: ৫১০ × ১২ = ৬,১২০/- টাকা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী:
১৭,০০০ × ৩৪% = ৫৭৮০/- টাকা প্রতি মাস।
১ বছরের মোট প্রাপ্য: ৫৭৮০ × ১২ = ৬৯,৩৬০/- টাকা।
তফাৎ ৬৯,৩৬০ - ৫৭৮০ = ৬৩,৫৮০/- টাকা।
রাজ্য সরকারি কর্মচারী ৬৩,৫৮০/- টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উচ্চতর বেতনভুক গ্রুপ-সি, গ্রুপ-বি আর অফিসারদের ক্ষেত্রে এই ক্ষতি বা বঞ্চনা কয়েক লক্ষাধিক টাকা হবে।"
একই সাথে তিনি অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের তুলনা টেনে দেখিছেন ডিএ'র পার্থক্য।
"রাজ্য: ডিএ এর হার:
উত্তর প্রদেশ ৩১%
বিহার ২৮%
মধ্য প্রদেশ ৩১%
হরিয়ানা ২৮%
উত্তরাখন্ড ৩১%
পশ্চিমবঙ্গ ৩%"
ডিএ নিয়ে তৃনমূল কংগ্রেসের নেতৃত্বকেও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেছেন-
"কথায় কথায় তৃণমূলের কিছু মাতব্বরেরা বিজেপি শাসিত রাজ্যদের সাথে তুলনা করে পশ্চিমবঙ্গ কত উঁচুতে রয়েছে প্রমান করার চেষ্টা করে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ব্যঙ্গ করে বলে সোনার বাংলা গড়ার আগে সোনার ইউ পি বানাও, সোনার বিহার বানাও।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊