10 টাকার কয়েন (10 rupee coin) নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক, জেনেনিন গুরুত্বপূর্ন তথ্য

10 rupee coin




আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বিভিন্ন আকৃতির ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করছেন বলে রিজার্ভ ব্যাঙ্ক জানতে পেরেছে। তাই ব্যাঙ্ক এই মর্মে স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্রের টাঁকশাল থেকে সব ধরণের কয়েন তৈরি করা হয়। আরও পড়ুনঃ এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে চাকরীর দিশা, তৈরি হয়েছে 'আমার কর্মদিশা' Amar  Karmadisha এখনি রেজিস্ট্রেশন করুন 

10 rupee coin

রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক নির্দেশক আর কেশবন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে ভারত সরকার দ্বারা জারি করা সকল মূল্যের মুদ্রাগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক প্রচলিত রাখে। এই মুদ্রাগুলিতে আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের বিবিধ বিষয় প্রতিফলিত করার জন্য নানা সময়ে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়। মুদ্রার জীবন দীর্ঘ হওয়ার ফলে বিভিন্ন ডিজাইন ও আকৃতির মুদ্রা একই সময়ে বাজারে প্রচলিত থাকে। এই সমস্ত ডিজাইনের মুদ্রাই বৈধ এবং লেনদেনের জন্য স্বীকার করা উচিৎ। আরও পড়ুনঃ রাজ্যের ২ হাজারটি স্কুলে ICT কম্পিউটার ইনস্ট্রাক্টর ( Coordinator) নিয়োগের নোটিশ জারি


10 rupee coin

সেজন্য, জনগণ, বিনাদ্বিধায় সমস্ত লেনদেনের ক্ষেত্রে দশটাকা মূল্যের বিভিন্ন ডিজাইনের মুদ্রাকে স্বীকার করতে পারেন। এতে ঠকে যাওয়ার কোন ভয় নেই।আরও পড়ুনঃ আপনার কাছে পুরানো কয়েন (Coin) আছে , তাহলে অবশ্যই জেনে নিন