Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে চাকরীর দিশা, তৈরি হয়েছে Amar Karmadisha

এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে চাকরীর দিশা, তৈরি হয়েছে 'আমার কর্মদিশা' Amar  Karmadisha 


amar karmadisha



ইতিমধ্যে সাধারণের প্রয়োজন মিটিয়ে জনপ্রিয় হয়েছে মমতা সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এবার এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই মিলতে চলছে চাকরীর দিশা।


রাজ্যের বেকার যুবক-যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই জানুয়ারি মাস থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আরও পড়ুনঃ নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক (Aadhaar Link) করুন বাড়িতে বসেই


এমনকী কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘‌প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে আরও সংখ্যা বৃদ্ধি পাবে।’‌  আরও পড়ুনঃ BIG BREAKING NEWS: প্রাইমারি প্রার্থীদের জন্য সুখবর, প্রকাশিত হল তালিকা ও ইন্টারভিউয়ের তারিখ


মন্ত্রীর আরও জানিয়েছেন, একাধিক বেসরকারি সংস্থাকে এই উদ্যোগে সামিল করা হয়েছে। প্রশিক্ষণ দেবে তারাই। যাঁরা প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করবেন, তাঁদের কোনও টাকা জমা দিতে হবে না। বরং সংশ্লিষ্ট সংস্থাই তাঁদের ভাতা হিসেবে কিছু টাকা দেবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ হলে কাজের নিশ্চয়তাও থাকছে। আরও পড়ুনঃ আপনার কাছে পুরানো কয়েন (Coin) আছে , তাহলে অবশ্যই জেনে নিন 

ইতিমধ্যে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর ‘আমার কর্মদিশা’ (amar karmadisha) নামে একটি অ্যাপ তৈরি করেছে। যার মাধ্যমে যুবক–যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলা হবে। ‘দুয়ারে সরকার’ শিবিরে থাকা কর্মীরা এই অ্যাপের সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে জানাবেন।

amar karmadisha



আমার কর্মদিশা তে কীভাবে নাম নথিভুক্ত করবেন? 
  • নীচের লিঙ্কে গিয়ে নিজের মোবাইল নাম্বার সাবমিট করুন- 
  • https://amarkarmadisha.tatastrive.com/
  • OTP দিয়ে ভেরিফাই করুন।
  • নতুন একটি পেজ চলে আসবে, এখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করুন।
  • এবার একটি ভিডিও আসবে, ভিডিওটি দেখুন।
  • এরপর কিছু ছবি আসবে, বিভিন্ন পেশা কেন্দ্রিক, এখানে তিন ধরণের ইমোজি থাকবে- আপনি কি এটা পছন্দ করেন? হ্যা, না, হয়তো। এই তিনটির মধ্যে ে একটিই সিলেক্ট করতে হবে। 
  • এভাবে আপনার পছন্দের পেশার সম্পর্কে একটি তথ্য জমা হবে। 
  • এখান থেকেই পরবর্তিতে আপনার পছন্দ অনুসারে যোগ্যতা অনুসারে কাজের খবর দেওয়া হবে প্রতিনিয়ত। 

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code