মাইগ্রেন ও হোমিওপ্যাথিক চিকিৎসা-ডাঃ প্রিয়াঙ্কা মন্ডল
বর্তমান দিনে মাইগ্রেন বা আধকপালি একটি মারাত্মক সমস্যা। নারী পুরুষ উভয়েই এই রোগে ভোগেন। তবে মহিলারা পুরুষের চেয়ে এই রোগে তুলনামূলকভাবে বেশি ভোগেন।
এই রোগে মাথা যন্ত্রনা মাথার একপাশ দিয়ে শুরু হয়ে আর এক দিকে স্হানান্তরিত হয় এবং কিছু ঘন্টা থেকে কিছুদিন অব্দি থাকে।
রোগলক্ষণ-
এই রোগের লক্ষণগুলি হল - তীব্র মাথা যন্ত্রনা
বমি বমি ভাব
আলো,শব্দ সহ্য করতে না পারা
খিদে কমে যাওয়া
শরীরে ক্লান্তিবোধ
ঠিকমতো ঘুম না হওয়া
মুড পরিবর্তন হওয়া
মানসিক অবসাদ
কোনো কাজে মন না বসা
অনেক সময় রোগী কানের মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ হয় ইত্যাদি ।
হোমিওপ্যাথিক চিকিৎসা - হোমিওপ্যাথিতে মাইগ্রেন পুরোপুরি নিরাময় সম্ভব। হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পূর্নভাবে রোগীর চিকিৎসা এই চিকিৎসা পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা হয় । তাই প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে ঔষধ ভিন্ন ভিন্ন আসতে পারে আর সেটা একমাত্র একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারাই নির্নয় করা সম্ভব । তাই অবশ্যই কাছাকাছি থাকা হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। তবুও বলে রাখি মাইগ্রেনে জেলসিমিয়াম,স্পাইজেলিয়া,
স্যাগুনেরিয়া, ন্যাট্রাম-মিউর, ল্যাকেসিস,থিরিডিয়ন,সাইলেসিয়া,থুজা ইত্যাদি ওষুধ গুলি ব্যবহার করা হয়ে থাকে।ওষুধের শক্তি ও মাত্রা নির্ধারন করার জন্য হোমিও চিকিৎসকের পরামর্শ নিন এবং এই রোগ থেকে আরোগ্য লাভ করুন।
চকোলেট,মদ্যপান ,তামাক জতীয় যে কোন দ্রব্য সেবন করা , ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন ।
সুস্হ সুন্দর স্বাস্হ্য সম্মত জীবনযাপন করুন ।নিয়মিত ব্যায়াম করুন ,পরিমানমতো জল পান করুন ।সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊