'২১ শে জুলাই তো চলে যায়নি, দেখা যাক কী হয়'..! দিলীপের মন্তব্যে রাজ্য-রাজনীতি তোলপাড়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই তড়িঘড়ি দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। গত কয়েক মাস ধরেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। প্রধানমন্ত্রী মোদীর আলিপুরদুয়ার সফর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরেও তিনি অনুপস্থিত ছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। শুক্রবারের এই অনুপস্থিতি এবং দিল্লি সফর ঘিরে জল্পনা আরও বেড়েছে, বিশেষ করে ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে তাঁর এমন পদক্ষেপকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নাড্ডার সঙ্গে কী কথা হয়েছে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, "সংগঠনের বিষয়ে, নির্বাচন নিয়ে কথা হয়েছে"। মোদীর সভায় কেন হাজির হননি, এই প্রশ্নে তিনি বলেন, "মোদীর সভায় কোথায় আমাকে রাখা হবে তা ঠিক করতে পারেনি দল। এর মাঝে সর্বভারতীয় সভাপতি ডাকল তাই আমি আমি চলে গেলাম।"
রাজ্য রাজনীতিতে বর্তমানে কানাঘুষো চলছে যে দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ২১ জুলাই নিয়ে প্রশ্ন করা হলে বর্ষীয়াণ এই রাজনীতিবিদ তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন, "২১ শে জুলাই এখনও চলে যায়নি! দেখুন না কী হয়"।
রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, দিলীপ ঘোষ এই মন্তব্যের মাধ্যমে তাঁকে নিয়ে চলা জল্পনাকে জিইয়ে রাখলেন এবং আগামী ২১ জুলাইয়ের দিকে সকলের নজর ঘুরিয়ে দিলেন।
এদিকে, আগামী সোমবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সভার সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ করতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ একাধিক পদক্ষেপ করেছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ওই দিন রাস্তায় কেউ যে কোনও সমস্যায় পড়লে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন। এর জন্য তিনটি নম্বর চালু করা হয়েছে: টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১০৭৩, এবং দুটি মোবাইল নম্বর ৯৮৩০৮১১১১১ ও ৯৮৩০০১০০০০। এই পদক্ষেপগুলি ২১ জুলাইয়ের সমাবেশকে নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊