durand cup : ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ অভিযান শুরু বিরাট জয় দিয়ে
কলকাতা: আজ সল্টলেক স্টেডিয়ামে সাউথ ইউনাইটেড এফসি’কে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেন অস্কার ব্রুজোর ছেলেরা। 'সোনালি সময় ফেরাতে' সমর্থকদের পাশে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ, আর সেই ডাকে সাড়া দিয়ে বহু লাল-হলুদ সমর্থক মাঠে হাজির হয়েছিলেন। তাঁদের নিরাশ করেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা, প্রথম মিনিট থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেন তাঁরা।
ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ ঝড়ে একেবারে নাজেহাল হয়ে পড়ে বেঙ্গালুরুর সুপার ডিভিশনের দলটির ডিফেন্স। ম্যাচের চতুর্থ মিনিটেই সাউথ ইউনাইটেডের বক্সে ভালো জায়গায় পৌঁছে যান এডমন্ড, যদিও ডিফেন্সের তৎপরতায় তখনকার মতো বিপদ এড়ানো যায়। দশম মিনিটে ইউনাইটেড গোলকিপারের হাত থেকে বল ফসকে যায়, যা এডমন্ডের কাছে চলে আসে। তিনি জোরালো শট নিলেও, তাঁরই সতীর্থ ডেভিডের গায়ে লেগে বল গোলে প্রবেশ করতে পারেনি। এর ঠিক দু'মিনিট পরই লালচুংনুঙ্গার দূরপাল্লার বিশ্বমানের শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথম গোলের পর আরও উজ্জীবিত হয়ে খেলতে থাকে মশাল বাহিনী। অষ্টাদশ মিনিটে সল ক্রেসপোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে সুযোগ হারান ডেভিড। ৩৪ মিনিটে ক্রেসপো আবারও গোল করার সুযোগ হাতছাড়া করেন। এরপর ৩৮ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ২৯ বছর বয়সি স্প্যানিশ তারকা ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রটা বদলায়নি। ইউনাইটেডের রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন লাল-হলুদ ফুটবলাররা। ৬০ মিনিটে আবারও সুযোগ হারায় ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে মহেশের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭ মিনিটে রশিদের জোরালো শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। ম্যাচের ৮০ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন বিপিন সিং। ৮৭ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন দিয়ামান্তাকোস, যদিও এই গোলে ইউনাইটেড গোলকিপারের ব্যর্থতা চোখে পড়ে। ৯০ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন মহেশ।
এই বিরাট জয়ের মধ্য দিয়ে ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড কাপ অভিযান শুরু করল আত্মবিশ্বাসের সাথে, যা সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊