আচার্য্য উপস্থিত থেকেও ছাত্রছাত্রীদের কে সংবর্ধনা তুলে না দেওয়ায় অসন্তোষ
কোচবিহার
করোনার কারণে দুই বছর সমাবর্তন অনুষ্ঠান বন্ধ থাকার পর অবশেষে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হলো কোচবিহারে। শনিবার সকালে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের আচার্য্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোসের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় সহ আরো অন্যান্যরা। তবে আচার্য্য উপস্থিত থাকার পরেও সম্মাননা প্রাপকদের হাতে তিনি একটিও সম্মানপত্র তুলে না দেওয়ায় রীতিমত অসন্তোষ জমা হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী বলেন তিনি যখন নিজেই উপস্থিত ছিলেন আমাদের হাতে স্বর্ন পদক তুলে দিলে অত্যন্ত খুশি হতাম। এটাই তো জীবনের অনেক বড় পাওনা ছিল। যদিও বা এই বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ছাত্র-ছাত্রীদের আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যেই একাধিক বিষয় তুলে ধরেন। এদিন সেখানে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি তাদের প্রশ্ন করেন এবং আচার্যের প্রশ্নের পাল্টা উত্তর দিতে দেখা যায় সমাবর্তন অনুষ্ঠানে আসা ছাত্র-ছাত্রীকে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে দুই বছর সমাবর্তন অনুষ্ঠান স্থগিত ছিল করোনার কারণে। এবছর
২০২০-২২ এই তিন বছরের বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। তিন বছর মিলিয়ে মোট এবার মোট ২৮২ জন ছাত্র-ছাত্রীকে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হয়। এছাড়াও ৩৬ জনকে পিএইচডিতে ও ২১ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয় বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊