টিকটকের ভারতীয় ক্লোন অ্যাপ রোপোসোর, জনপ্রিয়তা তুঙ্গে 



ভারত-চিন সীমান্ত লাদাখের গালওয়ানে ভারতীয় ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষের পর ভারত জুড়ে সার্বভৌমত্ব ও সুরক্ষার কথা জানিয়ে টিকটক সহ একাধিক অ্যাপ নিষেধাজ্ঞা করা হয়। এরপরেই, চিনা জনপ্রিয় অ্যাপ গুলির জায়গা ধরতে ছুটছে ভারতীয় অ্যাপ গুলি। সারা ভারতেই সবচেয়ে জনপ্রিয় ছিল টিকটক অ্যাপ। টিক টক নিষিদ্ধ হওয়ার পর থেকে রোপোসো সহ চিঙ্গারি, মিট্রন-এর মতো ভিডিয়ো অ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। টিকটকের ভারতীয় ক্লোন অ্যাপ রোপোসোর জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। এই অ্যাপ পুরোপুরি ভারতে প্রস্তুত। ইতিমধ্যেই ৪০ শতাংশ স্মার্ট ফোন ইউজারের কাছে এই অ্যাপ পৌঁছে গিয়েছে।



রোপোসোর দাবি, ভারতীয় অ্যাপগুলির মধ্যে এই অ্যাপ প্রথম যা ১০০ মিলিয়নের মাইলস্টোন ছুঁতে পেরেছে। যে হারে বিপুল সংখ্যায় অ্যাপটি ডাউনলোড করা হচ্ছে, তা থেকেই স্পষ্ট ভারতের বাজারে এর চাহিদা কতটা। ডাউনলোডের সংখ্যার বিচার ছাড়াও এই অ্যাপের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। রোপোসো অ্যাপ যে সংস্থার মালিকানাধীন সেই গ্লান্স জানিয়েছে, গত মে মাসের প্রথম দিকেই তাদের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছিল। এতে ব্যক্তিগত ভাবে স্ক্রিন এআই-ডিভাইজ দিয়ে স্ক্রিন লক করা যায়।রোপোসো জানিয়েছে, ১২ টি ভারতীয় ভাষা থাকায় এর ইউজারের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতি দিন ভিউজ হচ্ছে ২ বিলিয়ন ভিডিয়ো।