দ্রুত গলছে হিমালয়ের বরফ, চিন্তিত বিজ্ঞানীরা The Himalayan ice is melting fast, worried scientists

 



দ্রুত গলছে হিমালয়ের বরফ, চিন্তিত বিজ্ঞানীরা

হিমালয়ের প্রকৃতিতে এশিয়া ও আফ্রিকা মহাদেশের রাশি রাশি ধূলো জমার জেরে দ্রুত গলে যাচ্ছে হিমালয়ের বরফ। পশ্চিম হিমালয়ের উঁচু পর্বতমালার উপর ধুলো বয়ে যাওয়ায় দ্রুত গলছে তুষার।নতুন গবেষণায় এমনই দাবি করেছে বিশেষজ্ঞরা। 



নেচার ক্লাইমেট চেঞ্জ-এর রিপোর্ট অনুসারে, হিমালয়ে জমা হওয়া ধুলো সূর্যরশ্মি শোষণ করে পার্শ্ববর্তী এলাকাকে উত্তপ্ত করে তুষার গলানোর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে। উদ্বেগের বিষয় হল দ্রুত বরফ গলে যাওয়ার ফলে বাস্তুশাস্ত্রেও প্রভাব পড়ে। আনুমানিক দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৭০০ মিলিয়ন মানুষ তাদের মিষ্টি জলের প্রয়োজনের জন্য হিমালয় বরফের উপর নির্ভর করে। 



হিমবাহ থেকে নেমে আসা মিষ্টি জল নদীর তীরে প্রবাহিত হয় দ্রুত বরফ গলতে শুরু করলে নদীগুলিতে জলের পরিমাণ বেড়ে যাবে। ফলে এতকাল ধরে চলে আসা এক বাস্তু পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ভারত ও চিনের অনেকগুলি প্রধান নদী হিমালয় থেকে উত্পন্ন হয়। সুতরাং, এই অঞ্চলে তুষার গলা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ