বন্যা সতর্কতার জন্য ভারতে বিশেষ ফিচার চালু করল গুগল
Google To Provide Crucial Updates About Flood-Hit Areas In India
বন্যা সতর্কতার জন্য ভারতে বিশেষ ফিচার চালু করল গুগল। সংশ্লিষ্ট এলাকার বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য, সম্ভবনা, কী-ওয়ার্ডস, ও বিশেষ সুরক্ষা সম্পর্কিত তথ্য সার্চ করলেই আঞ্চলিক ভাষায় তথ্য দেবে গুগল।
বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম-সহ ভারতের একাধিক রাজ্য বন্যার কবলে পড়ে। মোবাইলের লোকেশন অন করে রাখলেই গুগল জানিয়ে দেবে সেই অঞ্চলে বন্যার সম্ভবনা, ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। এমনকি বন্যা সংক্রান্ত কোনও সতর্কতা দেওয়ার হলেও গুগল পাঠাবে বিশেষ অ্যালার্ট বলেই জানাচ্ছে গুগল। এমনকি জল স্তর বোঝার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নদী সংলগ্ন অঞ্চলই বন্যার কবলে পড়ে বেশি। আপাতত বাংলা, হিন্দি ও ইংরাজিতে সমস্ত তথ্য দেবে গুগল।
গুগল বলছে, এর ফলে একদিকে যেমন নিজে সতর্ক থাকা যাবে, তেমনই দূরে থাকা আত্মীয় পরিজনদেরও সুরক্ষার ব্যবস্থা করা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊